পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br দীনবন্ধু-গ্রন্থাবলী এখন স্পষ্ট করে বল, আমি যারে বিয়ে করবো তুমি তাকে ম৷ বলবে কি না ? রাম । আমি আঁশবঁটি দিয়ে তার নাক কেটে দিব, আর তারে পেত্নী বলে ডাকবে। রাজী । তোর ভাল চিহ্ন নয়, আমাকে রাগাচ্চিস, আপনার মরবার পথ কচ্ছিস । আমার স্ত্রীকে মা বলবি কি না বল ? রাম। বলবো না । কখনো বলবো না! তোমার য খুসি তাই করে। রাজী । বলবি নে— রাম । না । - রাজী । বলবি নে— রাম । না । রাজী । তোর বাপ যে সে বলবে । বেরো বেটী এখান থেকে—মাকে মা বলবেন না। হাজার বার বলবি । তুই তে। তুই তোর বাপ যে সে বলবে। ( রামমণির বেগে প্রস্থান ) ঘট । এ তো ভারি সৰ্ব্বনাশ দেখচি । রাজী । না বাবা—এতে ভয় পেয়ো না । ব্রাহ্মণী বাড়ী আসুক আমি যেমন করে পারি মা বলিয়ে দেব । ঘট । তোমার মেয়েকে আমার আর এক ভয় আছে । রাজী। আর কি ভয় ? . ঘট । উনি যে ব্যাপিকা উনি অনেক ভাংচি দেবেন ; উনি বলবেন মিছে সম্বন্ধ, মিছে বিয়ে, বাজারের বেশু্য ধরে কন্তে সাজিয়ে দেবে। রাজী । আমি কোন কথা শুনবো না । ঘট। বৃদ্ধ লোককে লয়ে লোকে এমন কৌতুকবিয়ে দিয়ে