পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে৷ ১৯ থাকে এবং পাচটা দৃষ্টান্তও দেওয়া যেতে পারে—আমার ভাবনা হচ্চে পাছে আপনি আপনার তনয়ার বাকৃপটুতায় অামাকে সেইরূপ বিবাহের ঘটক বিবেচনা করেন—কেবল কনক বাবুর অনুরোধে আমার এ কৰ্ম্মে প্রবৃত্ত হওয়া । রাজী । ঘটক মহাশয়, আমি কচি খোক নই যে কারে পরামর্শে ভুলবো, বিশেষ স্ত্রীলোকের কথায় আমি কখন কান দিই না, আপনার কোন চিন্তা নাই, আপনি যদি রত। বেটাকে কন্যা বলে সম্প্রদান করেন আমি তাও গ্রহণ করবো—পাজী ব্যাট, নচ্ছার ব্যাট, ছোট লোকের ছেলের কখন লেখা পড়া হয় ? ঘট। বিয়ে না করেন নাই করবেন, গালাগালি দেন কেন ! ( গাত্রোথান ) রাজী। ঘটক মহাশয় তোমারে না, তোমারে না, আমার মাথা খাও ঘটক বাবা ( পদদ্বয় ধারণপূর্বক ) তুমি রাগ কর না, আমি রত নাপতেকে বলিচি । ঘট। তবু ভাল (উপবেশন ) নাম ধরে গাল দিলে এ ভ্রম হতে পাত্তে না । রাজী। রত নাপতে পাজী, রত নাপতে ছোট লোক ; ঘটকরাজ অতি ভদ্র, ঘটক মহাশয় অতি সজ্জন, ঘটক বাবা বড় লোক । - ঘট । রত বড় নষ্ট বটে ! রাজী । ব্যাটার নাম কল্যে আমার গা জ্বলে, আমি যদি ব্যাটাকে দৌড়ে ধত্তে পাত্তেম তবে এত দিন কীচক বধ কত্তেম, ব্যাটা আমার পরম শত্ৰু । ঘট। গ্রামের ভিতর আর কেউ আপনার মন্দ কচ্চে ?