পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 দীনবন্ধু-গ্রন্থাবলী বারণ করিয়াছিলাম, নবীনবাবু, সাহেবের বিরুদ্ধাচরণ কর না। বিশেষ সাহেব তো তোমার ঘর জ্বালান নাই, তাতে বেটা উত্তর দিল “গোরিব প্রজাগণের রক্ষাতে দক্ষিত হইয়াছি, নিষ্ঠুর নীলকরের পীড়ন হইতে যদি একজন প্রজাকেও রক্ষা করিতে পারি তাহা হইলেই আপনাকে ধন্ত জ্ঞান করিব, আর দেওয়ানজিকে জেলে দিয়ে বাগানের শোধ লব ।” বেটা যেন পাদরি হয়ে বসেছে । বেট এবার আবার কি যোটযোট করিতেছে তার কিছুই বুঝিতে পারি না। উড। তুমি ভয় পাইয়াছ, হাম বোলা কি নেই, তুমি বড় না-লায়েক আছে, তোমছে কাম হোগা নেই। গোপী। হুজুর ভয় পাওয়ার মত কি দেখিলেন, যখন এ পদবীতে পদার্পণ করিছি, তখন ভয়, লজ্জা, সরম, মান, মৰ্য্যাদার মাথা খাইয়াছি, গোহত্য, ব্ৰহ্মহত্যা, স্ত্রীহত্য, ঘর জ্বালান অঙ্গের আভরণ হইয়াছে, আর জেলখানা শিওরে করে বসে আছি । উড । আমি কথা চাই নে, আমি কায চাই । সাধুচরণ, রাইচরণ, আমিন ও পেয়াদাদ্বয়ের সেলাম করিতে২ প্রবেশ এ বজাতের হস্তে দড়ি পড়িয়াছে কেন ? গোপী। ধৰ্ম্মাবতার,এই সাধুচরণ একজন মাতববর রাইয়ত, কিন্তু নবীন বসের পরামর্শে নীলের ধ্বংসে প্রবৃত্ত হইয়াছে। সাধু। ধৰ্ম্মাবতার, নীলের বিরুদ্ধাচরণ করি নাই,করিতেছি না, এবং করিবার ক্ষমতাও নাই, ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি নীল করিছি, এবারেও করিতে প্রস্তুত আছি। তবে সকল বিষয়ের সম্ভব অসম্ভব আছে, আদ আঙ্গুল চুঙ্গিতে আট