পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o) y” দীনবন্ধু-গ্রন্থাবলী ব্লাজী । অপর লোকের কাছে এইরূপ বলতে হয় কিন্তু আমার কাছে গোপন করার আবশ্ব্যক কি ? সুশী। আপনি বিবেচনা করেন আমি মিথ্যা কথা বলে থাকি । রাজী । দোষ কি, তোমাদের এ কালে কেমন এক রকম হয়েচে, মিথ্যা কথা কবে না, ভালতেও না, মন্দতেও না—যখন দাও প্যাচের দ্বারা অর্থ লাভ হয় তখন মিথ্যা বলতে দোষ নাই। আমি তো আর সিদকাটি গড়িয়ে চুরি কত্তে বলুচি নে। কলমের জোরে কিম্বা মোড় দিয়ে যে টাকা নিতে পারে -সে তো বাহাদুর । সুশী । আপনি যেরূপ বিবেচনা করুন, অামার কোনরূপ প্রতারণা অথবা মিথ্যায় মন যায় না। যবনের অন্ন খেতে আপনার যেরূপ ঘূণ হয়, আমার মিথ্যা প্রবঞ্চনায় সেইরূপ ঘৃণা হয় । রাজী। তোমার বাপ অতি মূখ তাই তোমারে কালেজে পড়তে দিয়েচে—কালেজে পড়ে কেবল কথার কাপ্তেন হয়, টাকার পস্থা দেখে না—সৎপরামর্শ দিতে গেলেম একটা কছুক্তর করে বসলে । স্থশী । আপনি অন্যায় বলেন তা আমি কি করবে।— জলপানি আট টাকা পাই তাতে আবার উপরি পাবে কি ? রাজী। অারে আমি মল্লিকদের বাড়ী পাচ টাকা মাইনেতে পঞ্চাশ টাকা উপার্জন করিচি। যদি কেবল পাচ টাকায় নির্ভর করতেম তা হলে বাড়ীও কত্তে পাত্তেম না, বাগানও কত্তে পাত্তেম না, পুকুরও কত্তে পাত্তেম ন—একবার আমারে চুন কিনতে পাঠিয়েছিল আমি দরের উপর কিছু রাখলেম আর বালি মিসয়ে কিছু পেলেম—এরূপ সকলেই করে থাকে, তুমিও উপরি পেয়ে থাকে, পাছে বুড়ো কিছু চায় তাই বলচো না, বটে ?