পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e দীনবন্ধু-গ্রন্থাবলী নসি । দুঃখের কথা বলবো কি, ওর ভাতার ওকে খুব ভাল বাসে, বয়স অল্প কিন্তু খোড়া । রাজী। তবে হরেদরে বিয়ানের একটি পুরো ভাতার হবে । আমার পা নেবেন, ব্যায়ের বয়স নেবেন, তা হলেই পাতরে পাচ কিল । কেশ । তোরা বাজে কতায় রাত কাটালি–গাও না ভাই, গীতের কথা ভুলে গেলে । রাজী । আমি একটা স্যাড়া নেড়ীর গান গাই— মন মজ রে হরিপক্ষে, মিছে মায়া, কেবল ছায়া, ভুল না মন আমোদ মদে । দারা সুত পরিজনে, ও মন, ভেবে দেখ মনে মনে, কেউ কারো নয় এই ভুবনে, হরিচরণ তরি বিপদে । নসি । আহা ! কি মধুর গান, আমার ইচ্ছে করে এখনি কুঞ্জবনে গিয়ে রাধিক রাজা হই । রাজী। অনেক রাত্রি হয়েচে আমার ঘুম আসচে। তৃতীয় বালক। বাসরঘরে ঘুমুলে মাগভাতারে বনে না। নসি। না ভাই, তোমায় আমরা ঘুমুতে দেব না। আমরা কি তোমার যুগ্যি নই ? আমি কত বলে কয়ে মিনসেরে ঘুম পাড়িয়ে রেখে এলেম, আমি আজ সমস্ত রাত জাগবো । রাজী। আমার রাত জাগলে পেটে ব্যথা ধরে । ভুব । ওলো না লো, ব্যাই একবার বিয়ানের সঙ্গে রঙ্গ ভঙ্গ করবেন, তাই আমাদের ছলে বিদায় দিচ্চেন। কেশ । ভালই ত, চল আমরা যাই, চাপা ত আর ছেলেমানুষটি নয়। ভুব। বিয়ান নবীন যুবতী, ষাট বছরের একটি ভাতার না হয়ে কুড়ি বৎসরের তিনটি হলে বিয়ানের মনের মত হতে ।