পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী 協so শু্যামবাজার নাট্যসমাজ এবং আরও পরে সর্বপ্রথম সাধারণ রঙ্গালয়—ন্যাশনাল থিয়েটার নামে প্রসিদ্ধি লাভ করে। সধবার একাদশী’র অভিনয়ের বিস্তারিত বিবরণের জন্য "বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ (২য় সং, পৃ. ৯১-৯২) দ্রষ্টব্য । শাস্তি কি শান্তি’ নাটকের উৎসর্গ-পত্রে গিরিশচন্দ্র বিশেষ ভাবে ‘সধবার একাদশী’রই উল্লেখ করিয়াছেন। দীনবন্ধু-গ্রন্থাবলীর নীলদর্পণ খণ্ডের ভূমিকায় উৎসর্গ-পত্রটি মুদ্রিত হইয়াছে।