পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম গর্তাঙ্ক কাশীপুর । শারদাসুন্দরীর শয়নঘর। শারদাসুন্দরীর প্রবেশ । শার। সইকেও সইতে হলো । পোড়ার দশা, মরণ অণর কি—আমি জানতেম পোড়ারমুখে নদেরচাদকে কেউ মেয়ে দেবে না—বেনেদের বউ বার করে এত ঢলাঢ়লি কলো আবার ভাল মানষের মেয়ে বিয়ে করবেন কোন মুখে ?—সেই নাড়ার আগুন লীলার গায় হাত দেবে ?—সেই কাকের ঠোট লীলাবতীর মুখ চুম্বন করবে ! লীলাবতীর যে কোমল অঙ্গ, টোক মারলে রক্ত পড়ে, সে জাম্বুবানের হাতে ক্ষতবিক্ষত হয়ে যাবে । - পঙ্কজ কোরক নিত নব পয়োধর— চক্রে চক্র অতিক্রম অতীব মুলার। রামহস্ত শোভা সীতা পীন স্তনস্বয়, বিপিনে বায়স নখে বিদারিত হয়, দেখাতে আবার তাই বুঝি প্রজাপতি নদের গোহাড় হাতে দেন লীলাবতী । হাসি রাশি সই মম আমোদের ফুল, একেবারে হবে তার মুখের নিমূল । লীলাবতীর প্রবেশ । লীলা । সই, মনের কথা তোরে কই, আমার কে আছে আর তোমা ৰই ? फूमि नब्रन बाc१ छूबन जहे,