পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী HH হেম । মামা যে মামী পেয়েচেন, চক্ষুস্থির । শার । তোমাদের শ্রীরামপুরের যেমন পুরুষ তেমনি মেয়ে । হেম। আর তোমাদের কাশীপুরের সব পুরুতপিসী— তোমার সইদের চাপার কথা মনে কর । • . শার । সে ত অার ঘরের মেয়ে নয় । হেম । ওড়া খোই গোবিন্দায় নম, বেরয়ে গেলেই আমাদের কেউ নয়। মামা বলেচেন তাকে রাখ বের জন্তে সহরগুদ্ধ পাগল হয়েছিল । শার । সে পাপ কথায় আর কাজ নাই । হেম । চাপাই ত অরবিন্দ বাবুকে সইদের বয়ের সঙ্গে রেষারেষি করে বিষ খাওয়ায়, তার পর রটুয়ে দিলে অরবিন্দ ডুবে মরেচে — শার। ঠাকুরপে কোথায় ? হেম । যে বাড়ীতে রাঙ্গ বউ । শার। এ বাড়ী এসে জলটল খেয়ে যেতে বলে । হেম । তোমার আর গোড়া কেটে আগায় জল দিতে হবে না, তুমি তারে যে ভাল বাসে মাসীম জানতে পেরেচেন । শার । অামার কপাল । হেম । আমরা মেয়ে দেখে কলকাতায় বাজী দেখতে যাব--- শার । এখানে কেন অাজ থাক না । হেম । আজ ত কোন মতেই না । শার । তোমার যেখানে খুসি সেখানে যাও। হেম । কলকাতার এত নিকটে এসে ওমনি ওমনি চলে যাই, আর কাল পাচ ইয়ারে মুখে চূণ কালি দেক। শার । জায়গা কই । হেম । একবার বাক্সটি খুলে পঞ্চাশ টাকা করে যে দশখান নোট সে দিন নিয়েচ, তার একখানি দাও—