পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী ዓ» ললিত বাৰু উত্তম বালক, খুব বিদ্যা শিখেচেন, আমার যথোচিত অাদর করেচেন হেম । ( মৃত্যুস্বরে ) নদেরচাদ মুখ পোচ । নদে । তুই কেন মুখ গোজ না ? হর । ( ঈষৎ হাস্য করিয়া ) মুখ এমন করে দিলে কে ? শ্রীন । বাড়ী হতে ঐরাপ করে এসেচেন, ওঁর মা কাছ করে দিয়েচেন । • হর। মুখ পুচে ফেল বাবা, লালগুড়ে লেগে রয়েচে, কুলীনের ছেলে, বড় মানষের ভাগনে, আমার কত সৌভাগ্য উনি আমার বাড়ী এসেচেন । *: নদে। (কাপড় দিয়া মুখ মুছিয়া ) বাহব। লালগুড়ে লাগলো কেমন করে ? শ্ৰীন । পথে আসতে রৌদ্রের গুড়ে লেগেচে । নদে । সে যে শাদ । হর । লীলাবতী কোথায় ? নদে । আমি তাকে বাড়ীর ভেতর পাঠয়ে দিইচি, পড়াশুনা সব হয়ে গিয়েচে । হর । জল খাওয়াবার জায়গা হয়েচে ? নদে । আমি বিবাহের অগ্রে এখানে কিছু খেতে পারবে৷ না, আমাদের বংশের এমন রীতি নাই । হর। বটে ত, বটে ত, আমার ভুল হয়েছে। দেখলে পণ্ডিত মহাশয়, সিংহের শাবক ভূমিষ্ঠ হইয়াই হস্তীর মুগু ভক্ষণ করে, কারো শিখয়ে দিতে হয় না । শ্ৰীনা। আর কেউ কেউ বার হয়েই ডাল ধরে । নদে । সে বঁাদর, আমি স্বচক্ষে দেখিচি । হেম । নদেরচাদ, চলে তোমাকে ও-বাড়ীতে জল খাইয়ে নিয়ে যাই । - নদে । (হরবিলাসের পদধূলি গ্রহণ ) আমি বিদায় হই।