পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবর্তী ግና পণ্ডি । সেটা বিশেষ করে জানা কৰ্ত্তব্য। [ পণ্ডিতের প্রস্থান । হর । বিবাহটা ত্বরায় হয়ে গেলে বাচি—সকলেই এক জোট । শ্রীনাথের প্রবেশ । শ্ৰীনা । আপনার একখানি চিটি এসেচে । [ লিপি প্রদান করিয়! শ্ৰীনাথের প্রস্থান । হর । আমায় কে চিটি পাঠালে— ( লিপি পাঠ ) প্রণাম নিবেদনমেতং । আপনার জ্যেষ্ঠ কন্যা তারাসুন্দরী জীবিত আছেন । চোরের কানপুরে তারাসুন্দরীকে বারবিলাসিনীপল্লীতে বিক্রয় করিতে লইয়া যায়, তথায় সেই সময় একজন ক্ষত্রিয় মহাজন বাস করেন, তিনি তারার কোমল বয়স এবং সুন্দরতা দেখিয়া, বৎসলতাপরবশ হইয়া তারাকে ক্রয় করিয়া কন্যার স্যায় প্রতিপালন করিয়াছিলেন । সদ্বংশজাত পাত্রে তারার পরিণয় হইয়াছে। আপনি ব্যস্ত হইবেন না । পোষ্যপুত্র লওয়া রহিত করুন, ত্বরায় পুত্র, কন্যা, উভয়কে প্রাপ্ত হইবেন । ইতি । অনুগত জনস্ত । চারি দিক থেকে আমায় পাগল কল্যে—কোন ব্যাট পুষ্ঠ্যিপুত্র লওয়া রহিত করবের জন্য হার মেয়ে পাওয়া গিয়েছে বলে এক চিটি পাঠয়েছে—আমি আর ভুলি নে—সে-বারে দিল্লীতে তারা অাছে একজন সন্ধান দিলে, তার পর কত টাকা ব্যয় করে সেখানে লোক পাঠয়ে জানলেম সকলি মিথ্যা । কি ষড়যন্ত্র হচ্চে কিছুই বুঝতে পারি না। চিটিখান লুক্য়ে রাখি । প্রস্থান।