পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী ه سن যোগ । তুমি চট্টোপাধ্যায় মহাশয়ের নিকট যাও, র্তাকে বিশেষ করে বলে, র্তার অরবিন্দ ত্বরায় আসবেন, পুস্তিপুত্র লওয়া রহিত করুন—আমার নাম করে না । যজ্ঞে । যদি অামায় জিজ্ঞাসা করেন কেমন করে জানলে ? যোগ । তুমি বলবে প্রয়াগে তোমার সঙ্গে অরবিন্দের সাক্ষাৎ হয়েছিল আর তোমাকে বলেছেন ত্বরায় বাড়ী আসবেন । - যজ্ঞে । যদি জিজ্ঞাসা করে কিরূপ চেহারা ? যোগ । বলবে তরুণ তপনের ন্যায় বর্ণ, আকর্ণবিশ্রাস্ত লোচন, যোড়া ভুরু, চট্টোপাধ্যায় মহাশয়ের মত দীর্ঘ নাসিক, মস্তকে নিবিড় কুঞ্চিত কেশ, বিশাল ললাট । যজ্ঞে । এ বল্যে বিশ্বাস করবে কেন ? ওরূপ চেহারার অনেক মানুষ আছে, তোমার যদি অল্প বয়সে দাড়ি না পাকতে তোমাকে অরবিন্দ বলে গ্রহণ করা যায় । যোগ । তুমি বলবে অরবিন্দের স্ত্রীর নাম ক্ষীরোদবাসিনী । যজ্ঞে । যদি বলে কোথায় অাছে ? যোগ । বলে আপাততঃ জানি নে, ত্বরায় বলবো । রঘুয়ার প্রবেশ । রঘু। এ গোসাই, বাহারকু যিবাউ মাই কিনিয়া মানে” এ ঠারে" আসিছন্তি ; সেমানে চাণ্ডে° শিবমুণ্ডে পানী দেই যিবে, তঁয়িউতারু আপনোমানে নেউটি" আসিব । যজ্ঞে । আমরা ব্রহ্মচারী আমাদের থাকায় দোষ কি ? রঘু। দোষ থিলে’ কেঁাড় ন খিলে কেঁাড় ? মতে’’ ১ বাজিরে २ थोप्लेभ ও ন্ত্রীলোকেরা ৪ এখানে ● ऍर्छांदांच्चों ৬ শীঘ্র ৭ তার পরে ৮ ফিরিয়া ৯ থাকিলে ১০ জামাকে