পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী দিন স্থির করে বলবো, সেই দিন তুমি আসবের দিন বলবে, সেই দিনে আসে ভাল, ন আসে পোষ্যপুত্র লবেন, এত দিন রয়েচেন আর এক মাস থাকতে পারেন না ? যজ্ঞে । না এলে আমি তো পারিতোষিক পাব না। যোগ । আসবেই আসবে, না আসে আমি তোমাকে হাজার টাকা দেব । [ যোগজীবনের প্রস্থান । যজ্ঞে । পাপের ভোগ কত ভুগতে হবে—থাকি আর এক মাস, যা থাকে কপালে তাই হবে—যৎ পলায়ন্তি স জীবতি— বেটা আমাকে ফাকি দিচ্চে, কি আমাকে ধরে দেবে তার কিছুই বুঝতে পাচ্চি নে । প্রস্থান । দ্বিতীয় গর্ভাঙ্ক কাশীপুর —ক্ষীরোদবাসিনীর শয়নঘর । ক্ষীরোদবাসিনীর প্রৰেশ । ক্ষীরে। জগদীশ্বরের কৃপায় আমার প্রাণকান্ত জীবিত আছেন, আমার প্রাণপতি অবশ্য ফিরে আসবেন, আমাকে রাজ্যেশ্বরী করবেন ; আমি কখন নিরাশ হবে না, আমি আশার জোরে জীবিতনাথকে বাড়ী নিয়ে আসবে, আমি প্রাণ থাকতে বিধবা হবে না ( দীর্ঘ নিশ্বাস )—আমার স্বামী বিদেশে চাকরি কত্তে গিয়েছেন ভাববো, তিনি নাই—( দীর্ঘ নিশ্বাস ) ও মা— আমি মলেও বিশ্বাস কত্তে পারবে না, তিনি নাই আমায় যে বলবে, পায় ধরে তার মুখ বন্দ করবে। (দীর্ঘ নিশ্বাস এবং উপবেশন ) বুক ফেটে গেল, প্রাণ বার হলো, আমার প্রাণ