পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলা । ললি । eడి লীলাবতী >^ ( ললিতের লয়ন হইতে হস্ত অপস্থত করিয়া ) অগোচরে ধীরে ধীরে ধরেছি নয়ন, কেমনে জানিলে তুমি আমি কোন জল ? যে নীল-নলিনী-নিত ময়ন বিশাল— প্রশস্ত স্থপ্রতা ষার শীতলতা সনে প্রদানে আনন্দ চক্ষে, হৃদয়ে পুলক, কাদম্বিনী-অঙ্গ-শোভা ইশ্রধছু জাত ক্ষকুমার শাস্ত বিভা যেমতি শরতে— জাগরণে ধ্যান মম ঘুমালে স্বপন, মরিব মনের সুখে দেখিতে দেখিতে, মলেও দেখিতে পাব দেহা স্তর হয়ে, সে আঁখি কি পড়ে ঢাকা ঢাকিলে লয়ন ? যে কর করিয়ে করে ছেলেখেলা কালে, তালি দিয়ে করতলে মুড়িতাম ত্বর অঙ্গুলী চম্পক্ষাবলী কোমলতাময়— বিরাজিত যার শেষে—ঠিক শেষে নয়— ডোবো ডোবো মনোহর নখরলিকর, সুন্দর সিন্দুরে মাজ যেন মতি কটি— দলে দিলে তার পরে মিছে মন্ত্রবলে অম্বুজ মুঞ্জরী মুটি মনোলোভ শোভা, মোচন করিত তাহা সহাসে কিশোরী, দেখিত দেখাত শ্বেতাকার করতল--- অলিরাজ ছেড়ে দিল জলজ যেমতি— বলিতে বলিতে বন বিহঙ্গের রবে, আনন্দ কাতরে আর মিছে ভারি মুখে, *ওগো মা কি হলো, মরা মাছুষের মত ছয়েছে আমার হাত লাহি রক্তবিন্দু*—; এমন পাষও আমি এত অচেতন, পারি নে কি অন্ধুভব কল্পিতে সহজে নিরমল পরশলে সে করনলিনী, নয়ন যুগল মম আবরিত ৰলে ?