পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী ››ፃ তেমনটি আছেন, দেখি ম৷ তোমার বাম হস্ত দেখি । (অহল্যার বাম হস্ত ধারণপূর্বক) এই দেখ মায়ের বাম হস্তে সেই অতিরিক্ত অঙ্গুলিটি আছে—আমার আনন্দের সীমা নাই আমার মা লক্ষ্মী ঘরে এসেছেন—আমার আরো আনন্দের বিষয় আমার ম৷ লক্ষ্মী ভোলানাথ বাবুর অতুল ঐশ্বৰ্য্যের রাজ্যেশ্বরী হয়েছেন । যোগ । অহল্যা আমার কাছে এস, আমি সেই যোগজীবন ব্রহ্মচারী — অহ । আমরা উপর হতে সব দেখিছি। শ্ৰীনা। মহাশয় যজ্ঞেশ্বর ব্রহ্মচারী বাকি থাকেন কেন, যদি অনুমতি করেন আমি ওঁর দাড়ি উৎপাটন করি – যজ্ঞে । মরে যাব—সাত দোহাই বাবা অামার গজানে দাড়ি—তোমাদের উড়ে চাকর একদিন এক গোছা দাড়ি ছিড়ে দিয়েছে, তার জ্বালা সামলাতে পারি নি— হর । আপনি কি ছদ্ম বেশ ধরে আছেন, ন! আপনি প্রকৃত ব্রহ্মচারী ? যজ্ঞে । বাবা পরমেশ্বর তোমার মঙ্গল করুন—তুমি পুত্র পৌত্রাদিক্রমে পরম সুখে ভোগদখল করিতে রহ—আমাকে কোন কথা জিজ্ঞাসা কর না । খ্রীন । তুমি কে তা না বললে আমি কখন ছাড়বে না, তোমার দাড়ি নেড়ে দেখবেt—( দাড়ি ধরিতে হস্ত প্রসারণ । ) যজ্ঞে । মরে যাব, একেবারে মরে যাব—সাত দোহাই বাবা দাড়ি ছুঁয়ে না—আমি কে তা প্রকাশ হলে আমি গোরিব লোক মার। যাব । - আর । এখানে সকলি আমাদের লোক, আপনি নির্ভয়ে বলতে পারেন । যজ্ঞে । বাবা অামি বাখরগঞ্জ জেলার মনিবগড় কাছারির নায়েব, আমার নাম বাউলচাদ ঘোষ । মনিব মহাশয় এক ঘর বনিদি গৃহস্থের ঘর জালয়ে দেন, গুটিকত খুন করেন—আমি