পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ ማ\\ মাজি। পাঠ কর । সেরেস্তা। হুকুম হইল যে আসামীর নিকট হইতে ২০০ শত টাকা তাইনে ২ জন জামিন লওয়া হয় এবং সাফাই সাক্ষীদিগের নামে রীতিমত সফিন জারী হয়। মাজিষ্ট্রেটের দস্তখত মাজি । মিরগার ডাকাতি মোকদম কাল পেস কর । মাজিষ্ট্রেট, উড, রোগ, চাপরাসি ও আরদালির প্রস্থান সেরেস্তা। নাজির মহাশয়, রীতিমত জামানতনাম লেখাপড়া করিয়া নাও । সেরেস্তাদার, পেস্কার, বাদীর মোক্তার ও রাইয়তগণের প্রস্থান নাজির । ( প্রতিবাদীর মোক্তারের প্রতি) অদ্য সন্ধ্যাকালে জামানতনামা লেখাপড়া কিরূপে হইতে পারে, বিশেষ অামি কিছু ব্যস্ত আছি— প্র মোক্তার। নামটা খুব বড় বটে, কিন্তু কিছু নাই (নাজিরের সহিত পরামর্শ) গহনা বিক্ৰী করিয়া এই টাকা দিতে হইবে । নাজির। আমার তালুকও নাই, ব্যবসায়ও নাই, আবাদও নাই । এই উপজীবিকা। কেবল তোমার খাতিরে এক শত টাকায় রাজি হওয়া, চল আমার বাসায় যাইতে হইবে । দেওয়ানজি ভায় ন শোনেন, ওঁদের পূজা আলাহিদ হয়েছে কি না । সকলের প্রস্থান