পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দুর্গেশনন্দিনী

কিঞ্চিন্মাত্র অধিক হইবে; শরীর এতাদৃশ দীর্ঘ যে, অন্যের তাদৃশ দৈর্ঘ্য অসৌষ্ঠবের কারণ হইত। কিন্তু যুবকের বক্ষোবিশালতা এবং সর্বাঙ্গের প্রচুরায়ত গঠনগুণে, সে দৈর্ঘ্য অলৌকিক শ্রীসম্পাদক হইয়াছে। প্রাবৃটসম্ভূত-নবদূর্ব্বাদলতুল্য, অথবা তদধিক মনােজ্ঞ কান্তি; বসন্ত-প্রসূত-নবপত্রাবলীতুল্য বর্ণোপরি কবচাদি রাজপূত-জাতির পরিচ্ছদ শােভা করিতেছিল, কটিদেশে কটিবন্ধে কোষসম্বন্ধ অসি, দীর্ঘ করে দীর্ঘ বর্ষা ছিল; মস্তকে উষ্ণীষ, তদুপৰি একখণ্ড হীরক; কর্ণে মুক্তা-সহিত কুণ্ডল; কণ্ঠে রত্নহার।

 পরস্পর সন্দর্শনে উভয় পক্ষেই পরস্পরের পরিচয় জন্য বিশেষ ব্যগ্র হইলেন, কিন্তু কেহই প্রথমে পরিচয়-জিজ্ঞাসার অদ্রতা স্বীকার করিতে সহসা ইচ্ছুক হইলেন না।