পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8e দুর্গেশনন্দিনী নিশানাপনের প্রার্থনা জানাইয়া কহিলেন,—“এ রাত্রে হিন্দুপল্লীমধ্যে কেহ আমাকে স্থান দিল না। এখন আমরা এ বালকটিকে লক্ট আর কোথা ঘাইঘ ? ইহার হিম সহ্য হইবে মা ! আমার সহিত অধিক লোক জন নাই, কুটারমধ্যে অনায়াসে স্থান হইবে। আমি তোমাকে যথেষ্ট পুরস্কার করিব।” বস্তুভ পাঠান বিশেষ প্রয়োজনে ত্বরিতগমনে দিল্লী ঘাইতেছিলেন ; তাহার সহিত একমাত্র ভূত্য ছিল । যাত। দরিদ্রও বটে ; সদরচিত্তও বটে ; ধনলোভেই হউক, বা বালকের প্রতি দয়া করিয়াই হউক, পাঠানকে কুটারমধ্যে স্থান দিলেন। পাঠান স-স্ত্রী-সন্তান নিশ যাপনার্থ কুটারের একভাগ প্রদীপ জালিয়। শয়ন করিণ- দ্বিতীৰ্ব্বাগে আমরা শয়ন করিলাম। : वॆ শশীধামে অত্যন্ত বালকটোরের ভয় প্রবল হইয়াছিল। ੋ তখন ছয়বৎসরের বালিকা মাত্র, আমি সকল স্মরণ করিয়া বলিতে পারি না। . মতার নিকট বেরূপ শুনিয়াছি, তাহাই বলিতেছি । নিশীথে প্রদীপ জলিতেছিল ; একজন চোর পর্ণকুটারমধ্যে সিাদ দিয়া পাঠানের বালকটি অপহরণ করিয়া যাইতেছিল ; আমার তখন নিদ্রাভঙ্গ হষ্টয়াছিল ; আমি চোরের কার্য দেখিতে পাইয়াছিলাম। চোর, বালক লঙ্গয়া যায় দেখিয়া উচ্চৈঃস্বরে চীৎকার করিলাম। আমার চীৎকারে সকলেরই নিদ্রাভঙ্গ হইল। - . পাঠানের স্ত্রী দেখিলেন, বালক শব্যায় নাই। একেবারে আর্তনাদ করিয়া উঠিলেন। চোর তখন বালক লইয়া শয্যাতলে লুকারিত হইয়াছিল। পাঠান তাহার কেশাকর্ষণ করিয়া, আনিয়; বালক-কাড়িয়া লইলেন। চোর বিস্তুর অনুনয় বিনয় করাতে আসি দ্বার কাচ্ছে মাত্র করিয়া বহিষ্কৃত করিয়া দিলেন ।”