পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেঙ্গ বিমলার পত্র সমাপ্ত “আমি পূৰ্ব্বেই বলিয়াছি যে, গড় মান্দায়ণের কোন দরিদ্র রমণী আমার পিতার ঔরসে গর্ভবতী হয়েন। আমার মাতার যেরূপ অদৃষ্টগিনির ফল, ইঙ্গরও তদ্রুপ ঘটিয়াছিল। ইঙ্গর গর্তেও একটি কন্যা জন্মগ্রহণ করে, এবং কন্যার মাত অচিরাং বিধবা তইলে, ੇ আমার মৃতার ন্যায়, নিজ কায়িক পরিশ্রমের দ্বারা অর্থে পার্জন করিম ফা প্রতিপালন করিতে লাগিলেন । বিধাতার এমত নিয়ম নহে যে যেমন আকর, তদুপযুক্ত সামগ্রীরষ্ট উৎপত্তি হইবে। পৰ্ব্বতের পাষাণেও । ‘কোমল কুহুমূলত জন্মে ; অন্ধকার খনিমধ্যে উজ্জল রত্ন জন্মে। .দরিদ্রের , ঘরেও অদ্ভুত সুনরীকন্যা জন্মিল। বিপবীর কন্যা গড় মান্দারণ ੱਿ. মধ্যে প্রসিদ্ধ সুন্দরী বলিয়া পরিগণিত, ইষ্টতে লাগিলেন। কালে সকলেরই লয় ; কালে বিপুবার কলঙ্কেরও লয় হইল। বিধবার সুন্দরী কন্যা যে জারজ, এ কথা অনেকে বিস্ত উঠল। অনেকে জার্নিত্ব না।. চর্গমধ্যেপ্রায় এ কথা কেহই জানিত না। আর অধিক কি বলিব } .সেই সুনী তিলোত্তমীর গর্ভধারিণী হইলেন। । . . তিলোত্তম। যখন মাতৃগর্তে, তখন এই বিবাহ কারণেই আমার জীবনমধ্যে প্রধান ঘটনা ঘটিল। সেই সমযে একদিন পিতা তাহার জার্মাতাকে