>8b. দুর্গেশনন্দিনী আমি চিন্তা করিতে লাগিলাম, কি করি ? কোন দিক্ রাখি ? চিত্ত যে দিকে লয়, সেই দিকে মতি হইতে লাগিল । এইরূপ চিন্তা করিতে করিতে অকস্মাৎ আমার শয়নকক্ষের দ্বার মুক্ত হইয়া গেল । সম্মুখে দেপি, মহারাজ মানসিংহ ! * - বিস্তারে আবখ্যক কি ? বীরেন্দ্ৰসিংহ কারাগারে আবদ্ধ হইলেন । মহারাজ এরূপ প্রকাশ করিলেন যে,তাহাকে রাজদণ্ডে দণ্ডিত করিবেন। .আমার, হৃদয়মধ্যে কিরূপ হইতে লাগিল, তাঙ্গ বোধ করি বুঝিতে পরিবেন। আমি কাদিয়া উৰ্ম্মিল দেবীর পদতলে পড়িলাম ; আত্মদোষ সকল ব্যক্ত করিলাম ; সকল দোষ আপনার স্বন্ধে স্বীকার করিয়; লইলাম। পিতার সহিত সাক্ষাৎ চইলে তাহারও চরণে লুষ্ঠিত হইলাম। মঙ্গরাজ তাহাকে ভক্তি করেন ; তাহাকে গুরুবং শ্রদ্ধা করেন ; অবগু তাহার অনুরোপ রক্ষা করিবেন। কহিলাম, “আপনার জ্যেষ্ঠ কন্যাকে স্মরণ করুন।” বোধ করি পিতা মহারাজের সহিত একত্র যুক্তি করিয়াছিলেন। তিনি আমার রোদনে কর্ণপাতও করিলেন না। রুষ্ট হইয়। কহিলেন, “পাপীয়সি ! তুষ্ট একেবারে লজ্জ ত্যাগ করিয়াছিস্ !” উৰ্ম্মিল দেবী আমার প্রাণরক্ষার্থ মঙ্গরাজের নিকট ববিধ কছিলেন । মহারাজ কছিলেন,—“আমি তবে চোরকে মুক্ত করি, সে যদি বিমলাকে বিবাহ করে।” আমি তখন মহারাজের অভিসন্ধি বুঝিয়। নিঃশব্দ হইলাম। প্ৰাণেশ্বর মহারাজের বাকে, বিষম রুষ্ট হইয়া কহিলেন,-“আমি যাবজ্জীবন করাগ্লারে থাকিব সেও ভাল ; প্রাণদণ্ড দিব সেও ভাল ; তথাপি ੇ। কঙ্কার কখন বিবাহ করিব না। আপনি হিন্দু হইয়া কি প্রকারে এমন : অনুরোধ করিতেছেন ?”
পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।