>Se দুর্গেশনন্দিনী প্রহরী আরেষাকে চিনিত না। কিন্তু দাসী চুপি চুপি পরিচয় দিল। " প্রহরী বিস্মিত হইয়। অভিবাদন করিল এবং করঘোড় কহিল, “দীনের অপরাধ মার্জন হয়, আপনার কোথা ও গাইতে মিগ্রেপ নাই।” হাশ্লেষা কারাগার মধ্যে প্রবেশ করিলেন । সে সময় তিনি হাসিতেছিলেন মা, কিন্তু মৃগ স্বতঃ সঙ্গাস্ত ; বোপ ভক্টল হাসিতেছেন । কারাগারের ঐ ফিরিল ; কাঙ্গার ও বোপ রঙ্গিল ন সে এ কারাগার। আর্ষে রাজপুত্রকে অভিবাদন করিয়া কছিলেন, “রাজপুত্র । এ সংবাদ ?” রাজপুত্র কি উত্তর করিবেন ? উত্তর না করিয়া অঙ্গুলিনিৰ্দ্দেশে ভূতলশায়িনী তিলোত্তমাকে দেখাষ্টয়, দিলেন । আয়েয। তিলোত্তমাকে নিরীক্ষণ করির জিজ্ঞাপ করিলেন, ইনি কে ?” রাজপুত্র সঙ্কুচিত হইয় কঙ্গিলেন, “বীরেন্দ্রসিংহের কল্প।” আমেষ। তিলোত্তমাকে কোলে করিয়া বসিলেন । আর কেন্স কোনরূপ সঙ্কোচ করিতে পারিত ; সান্ত পাঁচ ভাবিত, আয়েস। একেবারে fক ক্রোড়ে তুলিয়া লইলেন। - আয়েষ বাঙ্গা করিতেন, তাহাই সুন্দর দেখাতীত ; সকল কার্য সুন্দর করিয়া করিতে পারিতেন ; যখন তিলোত্তমাকে ক্রোড়ে লইয়া বসিলেন, জগতসিংহ আর দাসী উভয়েই মনে মনে ভাবিলেন “কি মুন্দর ।” দাসীর হস্ত দিয়া আয়েষ গোলাব সরবত প্রভৃতি আনিয়াছিলেন, তিলোত্তমাকে তৎসমুদয় সেবন ও সেচন করাইতে লাগিলেন ; দাসী ব্যঙ্গন করিতে লাগিল। পূৰ্ব্বে তিলোত্তমার চেতন তইরা আসিতেছিল, এক্ষণে আযেষার শুশ্রুষায় সম্পূর্ণরূপ সংজ্ঞাপ্রাপ্ত হইয়া উঠিলেন।
পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।