సిఫిE দুর্গেশনন্দিনী ক্লিষ্ট হইলেন । আয়েষা কঙ্গিলেন, “আপনি এত নির্ভরস হুইতেছেন কেন ? এক দিনের অমঙ্গল পরদিন থাকে না ।" জগতসিংহ কছিলেন, “আমি নির্ভরস ইষ্ট নাই, কিন্তু আমার আল ভূপসা করিতে ইচ্ছা করে ন; ; এ জীবন ভাগ করিতে ব্যতীত আর পূরণ করিতে ইচ্ছ। করে না ; এ কারাগার ত্যাগ করিতে বাসনা করি না । আমার মনের সকল দুঃপ আপনি জানেন না ; আমি জানাইতে ও পারি ন, ” যে করুণস্বরে রাজপুত্র কপী কছিলেন, তাঙ্গতে আয়েষ। বিঘ্নিত হইলেন, অধিকতর কাতর চক্টলেন , তপন আর নবাবপুলী-ভাল রঙ্গিল না; দূরত। রঙ্গিল না; স্নেহময়ী রমণী, রমণীর ন্যায় সত্ত্বে, কোমল করপল্লবে রাজপুলের কর ধারণ করিলেন, আবার তপনই তাতার হস্ত ত্যাগ করিয। রাজপুত্রের মুখপানে উদ্ধদৃষ্টি করিল। কঠিলেন, “কুমার! এ দারুণ গুপে, তোমার হৃদয়মধ্যে কেন ? আমাকে পর জ্ঞান করিও না। যদি সাহস দশও, তবে বলি,--বীরেন্দ্রসিংঙ্গেল কন্ত কি-- ” আয়েষার কথা শেষ হইতে ন হইতেষ্ট রাজকুমার কছিলেন, “ ও কপায় আর কাজ কি ! সে স্বপ্ন ভঙ্গ হইয়াছে।” 鲇 আরেষা নীরবে রহিলেন, জগৎসিংস্ক ও নীরবে রহিলেন, উভয়ে বক্তক্ষণ নীরবে রহিলেন, আয়েষ তাঙ্গার উপর মূপ অবনত করিয়া রহিলেন । , রাজপুত্র অকস্মাৎ শিহরিয়া উঠিলেন ; তাহার করপল্পবে কবোঞ্চ বারিবিন্দু পড়িল । জগৎসিংহ দুষ্ট নিম্ন করিয়া আয়েষার মুখপদ্ম নিরীক্ষণ করিয়া দেখিলেন, আয়েয কাদিতেছে ; উজ্জ্বল গণ্ডস্থলে দর দর ধারা বচিতেছে । 總 রাজপুত্র বিস্মিত হইয় কঠিলেন, “এ কি আয়েব ? তুমি কাদিতেছ?” *
পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।