পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০৬
দুর্গেশনন্দিনী

আশ‍্মানির সঙ্গে তথায় আসিয়াছেন। তিলোত্তমা অভিরামস্বামীর পদযুগলে প্রণত হইয়া রোদন করিতে লাগিলেন। অভিরামস্বামী তাহাকে স্থির করিয়া কহিতে লাগিলেন, “ঈশ্বরেচ্ছায় তোমারা দুরাত্মার হস্ত হইতে মুক্ত হইলে, এখন আর তিলার্দ্ধ এদেশে তিষ্ঠান নহে। যবনেরা সন্ধান পাইলে এবারে প্রাণে মারিয়া প্রভুর মৃত্যুশোক নিবারণ করিবে। অমরা অদ্য রাত্রিতে এ স্থান ত্যাগ করিয়া যাই চল।”

 সকলেই এ পরামর্শে সম্মত হইলেন।