পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্তিমকাল . २e8 খুজি ইসার প্রতি চাহিয়া আবার প্রতিগমনকারী রাজপুত্রের দিকে চাহিলেন। খুজি ইস রাজপুত্রকে কছিলেন, “বুঝি আপনার সঙ্গে আরও কথা আছে ।” 驗 রাজপুত্র প্রত্যাবর্তন করিলেন, কতলু খাঁ কছিলেন, “কাণ।” রাজপুত্ৰ বুঝিলেন । মুমুর অধিকতর নিকটে দাড়াইয়া মুপের নিকট কর্ণাবনত করিলেন । কতলু খ. পূৰ্ব্বাপেক্ষ অধিকতর অস্পষ্টস্বরে বলিলেন, “বীর –” ক্ষণেক স্তব্ধ ভষ্টয়া রঙ্গিলেন, পরে বলিতে লাগিলেন, “বীরেন্দ্ৰসিংহ--- তৃষা ।” 總 আয়েষ। পুনরপি অধরে পেয় সিঞ্চন করিলেন। “বীরেন্দ্রসিংহের কন্য। “ . রাজপুত্রকে যেন বৃশ্চিক দংশন করিল ; চমকিতের ন্যায় ঋজায়ত হইয়। কিয়দূরে দাড়াইলেন। কতল খাঁ বলিতে গাগিলেন, “পিতৃষ্ঠানআমি পাপিষ্ঠ---উঃ তুষা ।” 哆 * আয়েষা পুনঃপুনঃ পানীয়াভিষিঞ্চন করিতে লাগিলেন। কিন্তু আর বাক্যক্ষুণি চৰ্ঘট হইল! শ্বাস ছাড়িতে ছাড়িতে বলিতে লাগিলেন, “দারুণ জাল—সাধবী- তুমি দেখিও রাজপুত্র কছিলেন, “কি ?” কতলু থার কর্ণে এই প্রশ্ন মেঘগজ্জনবৎ" বোপ হইল। কতলু গঁ বলিতে লাগিলেন, “এই ক---কন্যার—মভ পবিত্র-তুমি।—উঃ !—বড় তৃষা-সাই ঘে–আয়েয।” আর কথা সরিল না ..সাধ্যাতীত পরিশ্রম ষ্টয়াছিল, শ্রমাতিরেকফলে নিৰ্জ্জীব মস্তক ভূমিতে গড়াইয় পড়িল। কন্যার নাম মূপে থাকিতে থাকিতে নবাব কতলুথার গ্রাবিয়োগ হইল । > 8