পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৮
দুর্গেশনন্দিনী

উল্লেখ করি নাই; মন্দিরমধ্যেও জগৎসিংহকে পরিচয় দিই নাই; কিন্তু এক্ষণে যদি সিংহ মহাশয়”,—এই কথা বলিতে বিমলার মুখের কিঞ্চিৎ ভাবান্তর হইল—“এক্ষণে বদি সিংহ মহাশয় মানসিংহের সহিত মিত্রতা করিলেন, তবে জগৎসিংহকে জামাতা করিতে হানি কি?”

অ। মানসিংহই বা সম্মত হইবে কেন?”
বি। না হয়, যুবরাজ স্বাধীন।
অ। জগৎসিংহই বা বীরেন্দ্রসিংহের কন্যাকে বিবাহ করিবে কেন?
বি। জাতিকুলের দোষ কোন্ পক্ষেই নাই? জয়ধরসিংহের পূর্বপুরুষেরাও যদুবংশীয়!
অ। যদুবংশীয় কন্যা মুসলমানের শ্যালকপুত্রের বধূ হইবে?

 বিমলা উদাসীনের প্রতি স্থিরদৃষ্টি করিয়া কহিল, “না হইবেই না কেন, যদুবংশের কোন কুল ঘৃণ্য?”

 এই কথা বলিবামাত্র ক্রোধে পরমহংসের চক্ষু হইতে অগ্নি স্ফুরিত হইতে লাগিল; কঠোরস্বরে কহিলেন, “পাপীয়সি! নিজ হতভাগ্য বিস্মৃত হয় নাই? দূর হও।”