এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একাদশ পরিচ্ছেদ
আশ্মানির দৌত্য
এদিকে বিমলার ইঙ্গিতমত আশ্মানি গৃহের বাহিরে প্রতীক্ষা করিতেছিল। বিমলা আসিয়া তাহাকে কহিলেন,—“আশ্মান, তােমার সঙ্গে কোন বিশেষ গােপনীয় কথা আছে।”
আশ্মানি কহিল,—“বেশভূষা দেখিয়া আমিও ভাবিতেছিলাম, আজ কি একটা কাণ্ড।”
বিমলা কহিলেন, “আমি আজ কোন প্রয়োজনে অধিক দূরে যাইব। এ রাত্রে একাকিনী যাইতে পারিব না; তুমি ছাড়া আর কাহাকেও বিশ্বাস করিয়া সঙ্গে লইতে পারিব না; তােমাকে আমার সঙ্গে যাইতে হইবে।”
আশমানি জিজ্ঞাসা করিল,—“কোথা যাবে?”
বিমলা কহিলেন,—“আশ্মানি, তুমি ত সেকালে এত কথা জিজ্ঞাসা করিতে না?”
আশ্মানি কিছু অপ্রতিভ হইয়া কহিল,—“তবে তুমি একটু অপেক্ষা কর, আমি কতকগুলা কাজ সারিয়া আসি।”
বিমলা কহিলেন,—“আর একটা কথা আছে; মনে কর, যদি তোমার