সঙ্গে আজ সেকালের কোন লােকের দেখা হয়, তবে কি তােমাকে সে চিনিতে পারিবে?”
আশমানি বিস্মিত হইয়া কহিল, “সে কি?”
বিমলা কহিলেন, “মনে কর, যদি কুমার জগৎসিংহের সহিত দেখা হয়?”
আশ্মানি অনেকক্ষণ নীরব থাকিয়া গদ্গদ স্বরে কহিল, “এমন দিন কি হবে?”
বিমলা কহিলেন, “হইতেও পারে।”
আশ্মানি কহিল, “কুমার চিনিতে পারিবেন বৈ কি?”
বিমলা কহিলেন, “তবে তােমার যাওয়া হইবে না, আর কাহাকে লইয়া যাই,—একাও যাইতে পারি না।”
আশ্মানি কহিল, “কুমার দেখিব মনে বড়ই সাধ হইতেছে।”
বিমলা কহিলেন, “মনের সাধ মনে থাক্; এখন আমি কি করি?”
বিমলা চিন্তা করিতে লাগিলেন। আশ্মানি অকস্মাৎ মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। বিমলা কহিলেন, “মর! আপনাআপনি হেসে মরিস্ কেন?”
আশ্মনি কহিল, “মনে মনে ভাবিতেছিলাম, বলি আমার সােণার চাঁদ দিগ্গজকে তােমার সঙ্গে পাঠাইলে কি হয়?”
বিমলা হাসিয়া উল্লাসে কহিলেন, “সেই কথাই ভাল; রসিকরাজকেই সঙ্গে লইব।”
আশ্মানি বিস্মিত হইয়া কহিল, “সে কি, আমি যে তামাসা করিতেছিলাম!”
বিমলা কহিলেন, “তামাসা না, বােকা বামুনকে আমার অবিশ্বাস