পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
দুর্গেশনন্দিনী

দেখিয়াছিলেন, তাহা আর তথায় নাই। বিমল কিঞ্চিৎ বিস্মিত হইলেন। ষণ্ড কোথাও উঠিয়া গেলে প্রান্তর-মধ্যে দেখা যাইত।

 বিমলা বৃক্ষমূলের প্রতি বিশেষ দৃষ্টিপাত করিলেন; বোধ হইল যেন, বৃক্ষের পশ্চাদ্দিকস্থ কোন মনুষ্যের ধবল পরিচ্ছদের অংশমাত্র দেখিতে পাইলেন; সাতিশয় চঞ্চপদে মন্দিরাভিমুখে চলিলেন; সবলে কবাট করতাড়িত করিলেন?—কবাট বন্ধ। ভিতর হইতে গম্ভীরস্বরে প্রশ্ন হইল, “কে?”

 শূন্য মন্দির-মধ্য হইতে গম্ভীরস্বরে প্রতিধ্বনি হইল, “কে?”

 বিমলা প্রাণপণে সাহসে ভর করিয়া কহিলেন, “পথ-শ্রান্ত স্ত্রীলোক!”

 কবাট মুক্ত হইল।

 দেখিলেন, মন্দির-মধ্যে প্রদীপ জ্বলিতেছে, সঙ্গে কৃপাণ-কোষ-হস্তে এক দীর্ঘাকার পুরুষ দণ্ডায়মান।

 বিমলা দেখিয়া চিনিলেন, কুমার জগৎসিংহ।