পাতা:দূতীসংবাদ.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- সুতাস" বাদ । o জালা সহিতে নাপারি। সময় পেয়ে রঙ্গকরে রঙ্গিণী কিশোরী it ত্ৰিভঙ্গ বিহনে অঙ্গ একেতো জুলিছে । তাতে সেই কম লিনী আহুতি দিতৃেছে ৷ বুঝাইমু কতমত বোঝেনা বুঝিয়ে সদত বিরলে রয় নয়ন মুদিয়ে। শুনিয়া বৃন্দার কথা ললীতা সুন্দরী। গদ২ ভাবে কহে চক্ষে বহে বারী। আমাদের কি ধন আছে কৃষ্ণ নিধি বিনে । কিৰূপে বাচিগে! বল নিধন সোধনে। এৰূপ দশাতে শ্যাম ফেলেছেন সখী। জলবালা কেমনেতে বাচে বল দেখি । ওহে কৃষ্ণ তব নাম শুনি দয়াময় ৯ তবে কেন এদানেরে এদুদশা হয়। ক্ষণেক বিলম্বে রাধ। চৈতন্য পাইয়ে । মৃদুঘর ললীতার প্রতি জিজ্ঞাশয়ে ৷ কহ কৃষ্ণকথা ওগো সহচরী। কৃষ্ণ বিনা দহে প্রাণ কিসে প্রাণধরি। কারে কব এজ তনা কে যুচাবে আর যেপারে সেপারে সেতো রৈল পার পার। দলমান মন প্ৰাণ সপিলেম যায়। সেজন বঞ্চনা করে রহে মথুরায়। হায়২ চন্দনের এতগুণ আছে। কের্মনে এমন জনে ভুলায়ে রেখেছে। ললীত বলেন,শুন ও রাজঙ্গমারাসাধে কি জব্‌জার হয়ে রণ সেই করি আপনি যেমন বাকা ত্ৰিভঙ্গ মুরারি । রাণী তেমুী অষ্টবঙ্ক জর্জ সুন্দরী। ধারে২ বনি তেছে বাকায়ং কৰ্ভুকি গো মিলে সখী বাকায় সোজায়। কুবল ক’লের দাসী জামে সকলেতে , রাণীহলো, সেই ধনীশ}ান কল্যানেতে । কারভাগ বিধি কারে দেন কমলিনী। རྩྭ་ཡེ་ হলে কাঙ্গালিনী সেই হলো রাণী। সরুলি কৃষ্ণের ইচ্ছা কিহবে ভাবিলে সাধ্য কিগে কমমিনী করেগো কপালে । তুমিবল শ্যাম आँमाग्न ভুলিয়ারয়েছে। সাধোক ভুলেছে শ্যাম সেদিন কি আছে কংস দ্বংস করি ছত্ৰ শোভে তার শিরে । ভুপতি হয়েছে নাম