পাতা:দূতীসংবাদ.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to- দুতীসংবাদ 11 পৃথিবী ভিতরে । সুখ সৌরবেতে সখী মোক্তিত ঐকরি । তারে কি রাখালি ভার সাজেগে কিশোরী। মধুর ভাবেতে ব্রজের ভাব মিশায়েছে। তোমার পক্ষে কৃষ্ণ কৃষ্ণ পক্ষ করিয়াছে ৷ পি রাতের এই সুখ ও রাজ নন্দিনী। পরের তরে প্রাণ ঝোরে দিবস রজনী। পর দত্ত সুশের কপালে দেই ছাই। পরেতে স্বপন হয় এবড় বালাই। এত বলি ললাত চলিল নিজস্থানে। পূৰ্ব্বমত কমলিনী রছিলেন,মেনে ॥ ঐকৃষ্ণের পদাম্বুজে মকরন্স আশে মন স্বলি ব্লহে যেন সদত পিয়ালে ! a বসন্ত বর্ণন । ত্রিপদী হেনকালে নিকুঞ্জেতে, পিকবর আননেতে, পঞ্চ’ স্বরে গায় নিজমান। কোকিলের দহুগান, ঘেনবিষ মাথাবাণ, শুনে জলে বিরহির প্রাণ। শিহরিয়া হুরিপ্রিয়, হরিষে বিবাদ ধরা বিরেং বৃদারে সুপ্ৰায়! ওগো দুটা শুন২ কোকিল কিবলে শুন, আজি কেন কৃষ্ণগুণ গায়। কৃঞ্চ গেছে যে অবধি; ণিকবর সে । অধষিনিরব হইয়েছিল নগী প্রেমানন্দে আজিকেন,প্রকাশেগো নিজগুণ শ্যামচাদ ব্রজে এলোনাকি ॥নৃত্যকরে বাম আঁখি, হের দেখ প্রাণসখী, নামামতে দেথি গে। মঙ্গল । এমন দিন কি আর। হবে, সেহরি আমার হবে, অমঙ্গল হবেক মঙ্গল। যেদিকে ফিরাই জাগি, দেখিযেন বাক জাখি; বামে মোহন চুড়া গে। হেলিছে । অন্তরে বাহিরে কালী, ইকি আর হলোজালা, কাল, ভাল জাতন দিতেছে । কেকরে মদনে সাম্ভ, বুঝে নাই, রাধাকান্ত, মদদেরে কিবলে কিবার । অঙ্গছিনে অঙ্গদয়, একি সর্থী গুণে শয়, দুঃসহ জাতন কত সব । শ্ৰীকৃষ্ণ বিচ্ছেদানল, মলয়