পাতা:দূতীসংবাদ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দূতসংবাদ । করে প্রবল, মন্দ২ বহে সমীরণ গুঞ্জরবে নিরস্তুর, মোহিত করে মধুকর, কৃষ্ণ বিনে এতেক লাঞ্ছন । হাহা কৃষ্ণ কোথt গেলে, এমন বিপদ কালে কে আর তারিবে তোমাৰিনে । দুর স্তু রাজার দায়, প্রেম দাসীর প্রাণযায়, তঞ্চকরে নিলে পঞ্চ. জনে। রাজ্য দেখ রাজাহীন, রিতু রাজ নিশিদিন, নিতে চেষ্টা আছে সৰ্ব্বক্ষণ। চোরের উপরে চুরি, করে ওহে বংশীধারি রাধারাজ তোমারে অপর্ণ । ত্যজ করে অধিনীরে, चूंज्ञ। রৈলে ধৈর্য্যধরে, ফেলে দিয়ে অধৈয্য দণ্ডেতে । দুৰ্গমে পড়েছি হার, কেতারিবে হরিখ, ভুবেমরি বিরহ নীরেতে। আমি কৃষ্ণ প্র৷ ণেমরি, লোকেতে বলিবে হুরি, প্যারী মৈণ কৃষ্ণ বিরহেতে । দয়াময় লজ্জা পাবে, লোবে তে স্বযশ গাবে, সেইলজ হতে ছে মনেতে ৷ কালের কি এই ধারা, কালরুপধরে ষার, কামি নীর কৃতান্ত সমান। তাই বুঝি পিকবর, অঙ্গদহে নিরস্তর, মুছ মুহু করে হু গান। অধিনীরে এই জাল, দিতেছে চিকুন কালা, জয়ন্তে জালালে দুঃখানলে । এজন্মের মত রাধে বিদা: হলো তবপদে, অনুকুল হও অন্তকালে। এতবলি কমলিনী, হয়ে যেন উন্মাদিনী বিধুমুখি বৃন্দরে সুধায়! ওগো দুষ্ঠা বলং, কে থায় মথুরা বল, কৃষ্ণ -দখি গিয়ে মথুরায়। কেন মিছে কেঁদে মরি, আমরা অবোধ নারী, মথুরাত বহুদুর নয়। সকলে একত্ৰ হয়ে, ছেরি গিয়ে শ্যামরায়ে, যুড়াইব তাপিত হৃদয় ৷ এলাজে তে কিবা ভয়, কুল লজাষার পায়, যতনে করেছি সমৰ্পণ। তার দরশনে যায়, তাপিত প্রাণ যুড়ায়, হাসেগো হাসিবে শত্ৰুগণ বৃন্দা বলে কি নলিলে, বিরহিণী হলে বলে, মান অপমান মাঃ নাই। কেমনে যাইব পারি, দ্বারেতে অtছয়ে দ্বারী, পাছে