পাতা:দূতীসংবাদ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

్ససి দুতীসংবাদ । গতি ॥ সে কৃষ্ণ বিহনে সখী জীবনে কিফল । ত্যজিব এপাপ দেহ প্রবেশি অনল। কৃষ্ণৰূপ ভাবমন যত দিন রবে। নাহে কালের ভয় কৃতাস্তে তরিবে । - - আথ উদ্ধবের আগমন । পয়ার। এই ৰূপে ব্ৰজাঙ্গনী বঞ্চয়ে ব্রজেতে। হেনকালে অপৰূপ দেখ আচম্বিতে। শ্ৰীকৃষ্ণের অবয়ব সুবঙ্কিম ঠাম। তে: মনি মোছন চুড়া নবঘন শ্যাম। পরিধান পিতাম্বর বনমাল গলে চুড়াপরে সুবেঠিত বঙ্গল মঙ্গলে। ধীরে২ আসিতেছে দেখিতে কৌতুক পীতাম্বর অঞ্চলে ঢাকিয় শশীমুখ। চরণেতে কণুঝুণু নপুর বাজিছে। চরণ অম্বুজে পড়ি আলি গুঞ্জরিছে। গে। ঙ্গলেরনাথ যেন গোঙ্গলে আইল । হেরিয়ে ব্রজের লোক চম কিত হৈল । কাণাকানি করিতে লাগিল গোপীচয়। বৃন্দা বলে বিধাতাকি হইল সদয় । দেখ সখী কৃষ্ণচন্দ্র গোঙ্গলে উদয় যুচিলং কৃষ্ণ বিরহ যন্ত্রণ। পুরালেন কাতায়নী মনের বাসনা। এ আর কি মনে ছিল পাবকৃষ্ণ নিধি। কেজানে যে অনুগ্রল হইবেন বিধি । ত্বরাকরি ললীতে গে। গাথ বনমালা। বহুদিন পরে সাজাইব চিকনকাল । যশোদা রাণীর কাছে দেহ সম চার। আসিয়াছে রাণী নিলমণি গো তোমার। এতবলি বৃন্দ ठूलो হরিষ অস্তরে । অাস্তে ব্যাস্তে গেল ধনী রাধার মন্দিরে ধরণী শয্যায় রাধা নিদ্রিত আছিল ! উঠবলি রাধিকায় চেতন করিল। নিদ্রাতঙ্গ হইয়া রাধা জিজ্ঞাসে তীরে। আজি বড় প্র ফুল্লিত দেখি যে তোমারে। কহ কহ প্রাণসখী কারণ কিশুনি এত কেন অল্পাদিত হয়েছ সজনী দূতাবলে শ্ৰীমতী গে উঠ স্বরাকরি । এসেছে গোঙ্গলে তোর মনচোরা ইরি । দক্ষিণাস্ত