পাতা:দূতীসংবাদ.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দূতীসংবাদ । \ల কর কৃষ্ণ বিরত্ব অষ্টান । পুরালেন কাতায়ণী মনের नेिन। - তার না কান্দিতে হবে ওগো সহচরি । চল২ দরশন করগে । ঐচুরি । রাধা বলে কিকথা কহিলে সহচরি। এতদিনে মনে কি গো করেছেন হরি। প্রত্যয় না হয় মনে অপৰূপ'শুনি ! অ, স্বার শ্যামের বামে দfড়াব সজনী। শ্রবণে বিরহানল শীতল হইল। কি কথা শুনালে বৃন্দ ফিরে বলে বল ॥ এতদিন এক থাতো নাহি শুনি কাণে । বৃন্দাবনচন্দ্র আসিবেন বুন্দাবনে যে কথা শুনালি তোরে তুষিব কি দিয়ে। জনমের মত রৈন তোর কেন হয়ে। চলসর্থী শ্যামচাদে হেরিগে নয়নে i ধরে নেগে নাহি পারি চলিতে চরণে আনন্দে অবশ তনু দাড়াতে নাপা রি। প্রেমরসে অবশে হুইল অঙ্গভারি। উদ্দেশেত উউন্নত্তা হলেম সজনী। শীঘুগতি লয়ে চল যথা গুণমণি । এতবলি রাজ কন্যা উঠে দাড়াইল । মৃত শরীরেতে যেন জীব সঞ্চাfরল ৷ আর যত সখী রাধা সন্নিধানে ছিল ৷ শ্ৰীকৃষ্ণ আইল বলি পুল কে পুরিল ৷ একত্র হইয়া যত গোপের দুহিতা । হেরিভেনীরদ ৰূপ হলো ত্বরান্নিতা আগুচলে বৃন্দাদুর্তী পথ দেখাইয়া। উদ্ধব নিকটে উপনীত হলোগিয়া। নিকটেতে গিয়া সবে করে নিরীক্ষণ শ্যামের মতন সব দেখেন লক্ষণ ॥ কিন্তু হৃদয়েতে ভূগুপদ চিকু নাই। দেখির বিস্ময় হয়ে মনে ভাবে রাই। ধজবজুঙ্কশ চিকু নাহিক চরণে শ্যামনয় কমলিনী বুঝিলেন মনে ॥ উদ্ধব দেখি য়। রাই ভাবেন মনেতে। একিবিধি ছলনা করিল আচঙ্গিতে। শ্যামের স্বরূপ দেখি কিন্তু শ্যাম নয়। সাত পাচ ভাবি রাই মৌনভাবে রয়। বিরলে বৃন্দারে ডাকি সকলি কুহিল। এতে "সখী শ্যাম নয় কালে বুঝা গেল। জিজ্ঞাস উল্কারে সখী উনি