পাতা:দূতীসংবাদ.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8。 দূতসংবাদ l কোন জন । কোন কীযে গোঙ্গলে দিলেন দরশন। কিবা নাম কোথা ধাম কাছার তনয়। শুনিলে বৃত্তান্ত সখী সন্দেহ ঘুচয়। শ্ৰীমতীর প্রমূখেতে এই কথা শুনে । উদ্ধবের কহে বৃক্ষে অমিয় বচনে। ওঁহে মহাশয় তুমি কেবট আপনি কোথা তব নিকে তন কিবা নাম শুনি ৷ শুনিয়া বৃন্দার কথা কহিছে উদ্ধব। মথ রায় বাস করি নান যে উদ্ধব। শ্যাম মই শ্যাম সখা এই পরিচয় দেখিতে এবৃন্দাবনে গাঠলি আমায়। আছেন কেমন রাধা বসন্ত সময় ৷ এসেছি দেথিতে সখী শ্ৰীকৃষ্ণ আজ্ঞায় । শ্ৰীকৃষ্ণো গ্ৰীচরণে এই ভিক্ষ চাই। অন্তকালে রাজ্যপায় স্থান যেন পাই অথ উজবের সহিত বুদার কথোপকথন । ত্রিপদী। বৃন্দে বলে শ্যাম সখা, আনাদের শ্যাম সখ, জামাদের করেছেন মনে ভাল২ उदू कांज, ভবাসী জনগেল এত দিনে পড়েছে কি মনে । তারসঙ্গে কি সম্পর্ক, তিনি যে গোপীর পক্ষ, আমরা জেনেছি বিধিমতে n সুথে রত্বে সেই তাল, শুনিলে থাকিব ভাল, যেমন থীফিতার বিবাতাতে । তিনি এবে জার স্বামী, যার প্রেমে নবপ্রেমী, বিক্রিত আহ্লে বণশীধারি। ভাল করে তার মন, যোগান যেন অনুক্ষণ, সুখে যেন থাকে সে । সুন্দরী। তারকি পূবৃত্ত মরি, শুনে হানি পায় হুরি, ওহে শ্যাম সথা দেখ দেখি। লোণা ফেলে দিয়ে নীলে, পিতলে যতন করে কি হুইবে নিজে রাখাল নাকি । গোড়াকাটি শিরে জল, দিলে কিহুে ফলে ফল, এ শীলতায় কিবা প্রয়োজন । কেমন আছেন রাই কিশরী, তা জান্তে পাঠান হরি, দেখ ব্ৰজে যে আছে যেমন দেখ সেই হরি বিনে, হেন রস বৃন্দাবনে বক্ষপরে প্রক্ষনাই বশে, নাহি করে কলরব, হয়ে রয়েছে নিরব, দিবানিশি অশ্রুজলে ভাসে