পাতা:দূতীসংবাদ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--> st w-мм мом «w- « দুৰ্তসংবাদ l হারাই স্কল, শ্যাম করে আখি শুল, মজিতাম তাহার প্লেমেতে । নিজে অবলা সরল, নাহি জানি কোনছলা, নারীর হুে সরলতা পাণ বাশীর গানে মগ্ন হয়ে তার প্রেমে বিকাইয়ে, শেষেতে হুইল অপমান । গুৰুভয় না করিয়ে, লাজের মুখে ছাই দিয়ে, ধৰ্ম্ম পথ নাহি চাহিলাম। জলে জলাঞ্জলি দিয়ে, কলঙ্কিণী নাম লয়ে, তার পায়ে দেহ সপিলাম। হেন প্রেমে কালি দিয়ে,পলাইল সে কালিয়ে, অবলারে অঙ্গলে ফেলায়ে । লোকে বলে দয়াময় কি জানি কি গুণে কয়, হাসি পায় এ কথা শুনিয়ে ৷ আমি যদি দেখা পাই, জিজ্ঞাসিব তার ঠাই, এ কি তার বিচারেতে হয় সত্য ত্যজে যেই জন, সে পদে লয় শরণ; তার কি এমন দশ হয় যার মানে পায়ে ধরে, ভাঙ্গিলেন আদর করে, বিধিমতে মান বাড়াইয়ে । শেষে অৰ্শন হয়ে, তারে অনাথ করিয়ে, রছিলেন কেমনে ভুলিয়ে। স্বপনেতে নাহি যানি, হারাইব নীলমণি, তি লেস্তরে হইবে বিচ্ছেদ । যতদিন বেচে রব শ্যাম সঙ্গে মিলাইব রাধাকৃষ্ণ হবেন প্রভেদ । ক্রমুখেতে রাখানাথ, রাধার মাথায় হাত, দিয়ে বলে ছিলেন আপনি যে পর্যন্ত বেচে রব, তবপ্রেমে বাধারব, হবে নাই বিচ্ছেদ কমলিন । তুমি মণি আমি ফণি আমি মীন তুমি পানি, তুমি দিব আমি দিনমণি। আমি অস্ত্র ভূমি ধনু, তুমি প্ৰাণ আমি তনু, নিশ্চয় জানিছ কমলিনী । মিথ্যাবাদী হলো হরি, তায় রাজ্য অধিকারি, ভুললেন আপ নীর কথা । আপনার অঙ্গিকার, নাছি রাখেন বংশীধর, খাই লেন অবলার মাথ ৷ কহিব কি বিধাতারে, হেন জনে রাজাকরে লি না কম্মে:ত করায় । যে জন চরাতে গৰু, সে হৈল জগত সুৰ, অসঙ্গত সহ্য করা দায়। হুঙ্গ তিনি হঙ্গ রাজা, লোকেতে