পাতা:দূতীসংবাদ.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ দুতীসংবাদ । গোলোকেতে যখন আছিল৷ বংশীধারী। রাধা ৰূপে সেখানেতে ছিলেন, কিশোরী। རྩྭ་ཝེ་ অাদি সকলেতে ছিলে গো সঙ্গিনী । ত श्रंiश्च ছিলেন রাধা ব্ৰহ্ম সনাতনী । ভকত বৎসল হরি ভকভের প্ৰাণ । ভকতের মনোবাঞ্ছ। পুরান ভগবান ॥ ছিদামের শাপ . ছিল রাধার উপর । কৃষ্ণ ছাড়া হইবেক শতেক বৎসর ৷ সেই হেতু জমিলেন ভুমগুলে প্যারী । ভকতের বাঞ্ছা সিদ্ধি করিতে মুরারি। বিশেষে ক্ষতির ভার নাশিবার তরে। রুকলীলা প্রকা শেন পৃথিবী-ভিতরে ॥ দুরন্তু অসুর সব হয়েছে প্রবল ভয়েতে মেদিনী বন্ড হয়েছে চঞ্চল । দৈত্য নাশ করি पूछाय्बन मरुडाद्र তিনি বিন দৈত্য বধে হেন শক্তিকার । সামান্য মানব সখী রাধাকৃষ্ণ নয়। ব্রহ্মময়ী রাধা পূর্ণ ব্ৰহ্ম শ্যামরায় ৷ নারদের মুখে সব শুনেছি বৃত্তান্ত শত বৎসরান্তে রাধা পাবেন একান্ত। অতএব স্থির হয়ে থাক সহচরী। আসিবেন ব্রজে পুনঃ সেইবাক হুরি। এত বলি উদ্ধব চলিল নিজালয় । শুনি হাহাকার করে যত গোপীচয়। কৃষ্ণপদে মুঢ় মন মজরে নিতান্ত । পার হবে ভৰ নদী না ছোবে কৃতান্ত । বৃন্দার মথুরায় গমন । রাগিণী বাবার। তাল তিওট । অামি আস্তে যাব তোমার মাধবে চিন্তা নাই শ্ৰীকান্তে পাবে ৷ কৃষ্ণ নাম করি; যাত্রা করি পjারী অবশ্য এ যাত্রা সিদ্ধি ৰূবে। কর দাসীরে আশীৰ্ব্বাদ; পুৱাইব মনোসাধ, এ বিচ্ছেদ বিষাদ নাছি রবে । পুনঃ কালাচাঁদ ব্রজেতে:উদয় হবে মধর বুসন্তে, শ্যামের বামে বসিবে । ". ৰিপদী । উদ্ধবের কথা শুনি যে বৃকভানুনদিনী, মুস্থা