পাতা:দূতীসংবাদ.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-* দূতীস° বাদ । s গতা পড়ে ধরাতলে । দেখি হাহাকার করে, চিত্র রাইকে তুলে ধরে, উচৈচঃস্বয়ে কান্দ্রে কৃষ্ণ বলে ॥ চিত্রা কহে ও সজনী; কেন হও পাগলিনী, স্বকৰ্ণেতে সকলি শুনিলে । আর কৃষ্ণ আসিবেন। ভাবেতে গিয়েছে জানা, মিছে আর কি হবে কান্দিলে শুনিয়া চিত্রার কথা; রাধা মনে পেয়ে ব্যথা, চিত্র পুতুলিকা মত রয় সজল যুগল আখি, মনে মনে হয়ে দুঃখি, মেনে রহে কথা নাহি কয়। নিঃশব্দে রহিল ধনী; মুখে নাৰি সরে বাণী, অধো মুখে ক্ষিতি দৃষ্টি করে ৷ বদনে বসন দিয়ে, রাধা ভাব মনে হয়ে, ভ। বে চিত্র কি করি অন্তরে। যে বুঝি রাখার মন,ইথে সাধা অকা রণ, সাধিলে বিবাদ আর বাড়ে । সাত পাচ ভাবি মনে, চলে চিত্ৰ নিজ স্থানে, দেখি রাধা মুছা হয়ে পড়ে। অচেতন কমলি নী; যেন মণিহার কণী, স্বর্ণলতা লোটায় ভূতলে । প্রমাদ দেখি য়া বৃন্দা; গোবিন্দেরে করে নিন্মা, শ্ৰীমতীরে ধরা হুৈত্বে তোলে প্ৰবোধ বাক্যেতে দুর্তী কহিছেন রাধার প্রতি স্থির হও ও রাজ দুমারী। তব দুখ যুচাইৰ, আমি মধুপুরে যাব, এনে দিব তব প্রাণ হরি । চুরি করি তব মন, পলায়ে মধু ভুবন; চোরা হয়ে কত দিন রবে । যাইয়ে আপন জোরে, বেধে আনি তব চোরে, কার সাধ্য কে তারে রাখিবে য় কান্দ কেন রাধা প্যারী, আমি তবহিতকার; এই তুমি জানত গো মনে । করিলাম অন্ধকার, যাইব যম মাপার, তব কার্য সাধিব যতনে ॥ শ নিয়ে বৃদ্ধ। র বাণী, তুষ্ট হয়ে কমলিনী, দুতী প্রতিবলে বিনয়েতে । কিৰ লিলে সহচরী, এনে দিবে প্রাণ হরি, প্রত্যয় না হয় গো মনেতে তেমন কপাল নয়, পুনঃ গোলে উদয়, হইবেন বাক স্বশী ধারী। সে ৰূপ জেরে মম্বনে, কালাচাঁদের সুধাপানে, যভাইবে