পাতা:দূতীসংবাদ.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

# e. দূতীসংবাদ। এমন চকোরী ! আমি জানি दृमा সতী, छूनिउ দুঃখের দুতি, তোমা বিনা কে আছে রাধার। কৰে মধুপুরে যাবে, হার নিধি মিলাইবে; কবে হব যাতনার পার । রাধা বলে বংশীধারী, কবে বাজাবে বাশী, কবে শ্যামের বামেতে বসিব । বনফুলে মালাগেথে, সাজাইব সে গলেতে; কবে বাকী নয়নে হেরিব ॥ শ্যাম জাঙ্গ বা না আন, যে কথা শুনালে যেন, কৃষ্ণ মোরে করি লে অপর্ণ । শুনে প্রাণ যুড়াইল, বিচ্ছেদের জালা গেল, শ্রবণে তে যুড়াল,শু বণ ॥ বিলম্বেতে কিবা কায, নাহি সখী সহে ব্যাজ, শীঘ্ৰ যাহ মথুর ভুবন । আমার বৃত্তান্ত যত, ক্লফেরেক ব্লাবে জ্ঞাত;বল তার নিকট মরণ ॥এতেক বলিয়া প্যারী, দুর্তী র.করেতে ধরি, তোষে তারে অমীয়া বচনে। শ্ৰীমতীর যতন দে খি, বৃন্দ মনে হয়ে সুখী, যাত্র কৈল মথুর ভুবনে ॥ প্রেমানন্দে গোপীগণ, কৃষ্ণ নাম উচ্চারণ; চতুদিগে করিতে লাগিল । কেহ বলে হরি হরি, কেহ বলে সূহচরী, বৃন্দা বুঝি বিধাতা হইল। হরিযেতে গোপীগণ, করে মঙ্গলাচরণ, আয়োজন বিবিধ প্রকা র।কে পূর্ণ ঘট আনে, আমু শাখা তার সনে; কেহ বলে জয় শ্রীরাধার। এই ৰূপে গোপীচয়, সবে আনন্দিত ক্ষয়; শ্ৰীকৃষ্ণের আগমন শুনে। তবে বৃন্দ ব্যস্ত হয়ে, রাধা কৃষ্ণ নাম লয়ে, বিদ স্ন হুৈল রাধার চরণে ॥বৃন্দারে বিদায় করি; কন্ধে রাধা সৰুচরি, ওগো তোরে কি বলিব আর । চাতকীর মত হয়ে, রহিলাম পথ চেয়ে, এ পিপাসে হই যেন পার। বৃন্দা বলে প্রাণ সখী, মাশী বাদ কর দেশি, অবশ্য পুরাব মন সাধ । সপ্তরে মথুরা যাব; নিকু সত্য পরাইব, এনে দিব তোর কালাচাঁদ শুন মন বলি, সার, যদি হবে ভবে পার, ত্যজহ বিষয় অকিঞ্চন । জপ মধর