পাতা:দূতীসংবাদ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- তাদংবাদ । ২১ - চন্দ্রাবলীর সহিত বৃন্দার কথোপ কথন । রাগিণী আলেয়া । তাল অাড় । বৃন্দে গোবিন্দ যদি পার আনিতে। জন্মের মত বিকাইৰ তব চরণেতে । সেই কৃষ্ণচন্তু বিনে, হুঁ দি গগণ জ্যোতিঃ হীনে, শ্ৰীনাথ অভাবে খ্ৰীহীনে হয়ে আছি সকলেতে । o ত্রিপদী । এত বলি সহচ রি, রাধারে সান্তন করি, চলিলেন মথরার পথে। পথ মধ্যে চন্দ্রাবলী, হয়ে অতি স্তুহলী ধরি লেক বৃন্দার করেতে। চন্দ্র কহে ওগো দুর্তী; কোথায় চলুেছঅতি কতগতি দেখি কি কারণ বুঝেছি গো অভিপ্রায় যাবে নাকি মথুরায়; বল বল যুড়াঙ্গ শুবণ | ব্ৰজজন মধ্যে অতি তুমি সখী বুদ্ধিমতিঃ তোমার ভুলনা দিতে নাই। একৰ্ম্ম যদ্যপি পারঃ এ দুর্গমে যদি তারঃ কেন্ম হয়ে রব তৃব ঠাঞি ॥বৃন্দা কহে চন্দ্রাবলী; অন্তে বটে বমমালী যাব আমি মথুর ভুবন । যার ধন তারে দিব, রাধারে সাস্ত করিব, অন্যে নাহি পাবে কৃষ্ণধন একবার চরি করে, লয়েছিলেনটবরে, পথে পেয়ে শ্যায়েরুদ শন । হরিয়ে পরের ধন, ষে জন যুড়ায় মন;ছিছি মেনে সে মে য়ে কেমন ! তোমার প্রেমের দায়; রাধার মানে শJামরায় যোগী সেজে মান ভিক্ষা করে । তবু নাহি যায় মান, শেষে ক রিয়া বিধান, মান ভঙ্গ, করে পায় ধরে II নাগর সে শ্যামরায় ধরি নাগরীর পায়, মনে মনে মান উপজিল । কস যজ্ঞ ছলে গিয়া, কালি আমিৰ বলিয়া; তেই বুধু মধুপুরে গেল । তাই বলি চন্থাবলী, তোমা হৈতে বনমালী, পরিত্যাগ করিল য়াধারে যদি আমি কৃষ্ণ ধনে, আস্তে পারি বৃন্দাবনে; এবার গো দিব না তোমারো শুনিয়া বন্দর কথা, লাজ চন্ম হেট মাথ, দুর্তী