পাতা:দূতীসংবাদ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o দুতাসবাদ । ২9 - শ করিল । পুর মধ্যে যাইতে জিজ্ঞাসে দ্বারীগণ । কোথা হতে এলে যাবে কাহার সদন । নবীন যুবতী দেখি বয়েস তরঙ্গ রতিপতি যুবতী জিনিয়া তব অঙ্গ। একাকিনী কার কামিনী কি কারণে ধনী । রাজদ্বারে দেখা দিলে বল তাঙ্কা শনি ৷ কি নাম কোথায় ধাম কাহার সুন্দরী । কে তোমারে পাঠাইল এমথুর। পুরী ॥বন্দী বলে দ্বারীগণ বন্দ নাম ধরি। বন্দাবনে রাজারাই তার সহচরী। তিনি পাঠাইলেন দ্বারী এমধু, ভূবনে । প্রয়োজন আছে কিছু রাজার সদনে ॥ অতএব যাব আমি রাজার সভায় নিবেদন আছে কিছু কহিব রাজায় দ্বারী বলে শন বন্দে রাজ আজ্ঞা বিনে । না পাইবে যাইতে তুমি রাজ দরশনে ॥ বৈসন্ত সুন্দরী আগে জানাই রাজারে । যে আজ্ঞা করেন রাজা কৰি তোমারে । এত বলি গেলা দ্বারী সভার ভিতরে । বন্দার বক্তান্ত সব কহিল রাজারে ॥শ,নিয়া বন্দার কথা গোবিন্দ তখন। আহে ব্যস্তে উঠি দাড়াইলা নারায়ণ । আগুসার হয়ে কৃষ্ণ আসিয়৷ দ্বারেতে। বন্দারে দেখিয়ে কন অর্মীয়া বাকে;তে ॥ এস এস প্রাপ সখী একি ভাগ্যোদয় । কত আনন্দিত হলেম দেখিয়া তোমায় । এতেক বলিয়া কৃষ্ণ দত করে ধরে । বৃন্দারে লইয়া গেলেন স ভার ভিতরে বিচিত্ৰ আসন দেন বসিতে বন্দারে। বসিলেন বন্দাদত কৃষ্ণের আদরে। তবেসে জিজ্ঞাসে কৃষ্ণকহুগো সজনী ভালভো গো আছ ভাল আছে ফমলিনী ৷ কেমন আছয়ে আর : যতেক গোপিনী ॥ কেমন আছয়ে পিতা মাত ন নরাণী । কেম ন আছে ছিদামাদি যত সখাগণ । শামলী ধবলী সখী আছেগে৷ কেমন ওরে মন কফ নামামৃত কর পান । যদি হবে দারুণ কালের হাতে ব্ৰাণ ।