পাতা:দূতীসংবাদ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

决°C দূতাসবাদ । w পুৰুষের হাতে দেখ হে চিকন কালা, পতি মৈলে জলবালা; অনায়াসে মরে যে জাগুণে না ভাবে আপন প্রাণ, পর লাগি দেয় প্রাণ, সখা হয় সরলতা গুণে । পুৰুষেতে কে কোথায়,নারী সঙ্গে সঙ্গী হয়,কভুসখা শুনেছ শ্রবণে। অবোধ যেমন नाही. 《4 ন মাহিক হেরি, ধিক ধিক রমণীর প্রাণে ॥ এখন মনেতে করি এবার মরিলে হরি, নিদয় পুৰুষ জন্ম হয় । এলাঞ্ছনা এগঞ্জমা, আর প্রাণে সঙ্কে না, নমস্কার করি তোর পায় । নব নীরদ বরণ ভাৰ মন অনুক্ষণ, কালের ভাবনা দুরে যাবে। ইহকাল সুখে যাবে,পরকালে মোক্ষ হবে; অনায়াসে বৈজন্টেতে রবে । শ্ৰীকৃষ্ণের খেদ । রাগিণী খাম্বাজ । তাল মধJম ঠেকা । তুমি জেনে জাননীগে সজনি । আমি কভু ছাড়া মই রাধ রস বিলাসিনী । মম শরীরের শক্তি সে প্রকৃতী ৰূপা সুখ দ; মোক্ষদ। পjারী ভক্তি যুক্তি দায়িনী । - পয়ার । বৃন্দার বচনে কৃষ্ণ লজ্জিত হইয়া কহেন মথুরা পতি বিনয় করিয়া ॥ ওগো বৃন্দে আর নিন্দে করোনা অামায় শুনিয়া ব্রজের কথা প্ৰাণ দগ্ধ হয় ৷ আহ৷ মরি কি দশা হৈয়াছে আমা বিনে ধিক মোর রাজ্য ধন ধিক মোর প্রাণে। মা যশো দ। পিতা নন্দ আম বিহলেতে । কেমনেতে সজনী গে৷ বাঁচে পরাণে:ত। যে ৰূপ দারিদ্র ধন শুন প্রাণ সই। তেমনি গোনন্দ যশোদার আমি হই। আম বিনা সে দোহার কিবা গতি আর ভুলিয়া রয়েছি গেয়ে তুচ্ছ রাজ্য ভার প্রাণ কমলিনী সখী রয়েছে ব্রজেতে। শুন্য দেহে আমি সখী আছি মথুরান্তে ॥ শয় । নে স্বপনে আমি রাধা ৰূপ হেরি । প্রাণে বাচি রাধা নামামৃত