পাতা:দূতীসংবাদ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- \oه ੇ ਵਿਸ਼ਾਂ l অতি, দেখ সখী তাহার প্রমাণ । দক্ষ যজ্ঞ ম্বেই কালে, সত শিব নিন্দ ছলে, অনায়াসে ত্যজিলেক প্ৰাণ ॥ শুনিয়া সতীর নাশ, পরে সখী কৃত্তিবাস; নারী শোকে শোকাঙ্গল হয়ে । দক্ষ যজ্ঞ নাশ করে, সতী দেহ শিরে ঘরে, ভ্রমে হর কাদিয়ে কান্দি য়ে শিব সতী দেহ লয়ে, ক্ষেপ কর গুণ গায়ে, বিশ্বনাথ করেন রোদন। নাহি ছাড়েন স্নেহেতে, শেষে চক্ৰী চাকুতে, সতাঁদেহ ক টেন তখন ৷ একান্ন খণ্ড হইল, যেখানে অঙ্গ পড়িল; মহাপী; হৈল সেই খানে । তবু শিব না ছাড়িয়ে; সেই সব স্থানে গিয়ে ভৈরব হইল তা রক্ষণে। আর দেখ প্রাণসখী, শ্রীরামের সে জান কীঃ হরে লৈয়ে গেল লঙ্কেশ্বর । সীতা শোকে রঘুপতি; শোকে তে কাতর অতি, কেন্দে ভূম অরণ্য ভিতর ॥ সখা করে সুগ্ৰীবে রে, সাঁতার উদেশ করে, সেতুবন্ধ কৈলা সাগরেতে । বানর সহ য় করি, রাবণেরে বধ করি, তবে রাম উদ্ধারিলা সীতে । দেখ দেখি প্রাণ বৃন্দে, পুৰুষে মাকর নিলে; পুৰুষেতে যেমন সুজন পিরিভের কেন হয়, নারীর তরে প্রাণ দেয়; আপনারে না ভাবে আপন । এ বলে কি সহচরি, ত্যজ্য আমার সে কিশোরী: কমলিনী অামার জীবন। যে খানে সেখানে থাকি, রাধা ছাড়া নাহি থাকি, ভূলিনাকে মা হৈলে নিষন ৷ মন তোরে শুন বলি; কেনে হয়ে চতুহলী, সঙ্গারেতে ফলাসক্ত হও । সে মধুপান করিলে, কোন ফল নাহি মিলে, কৃষ্ণ পদাঙ্গুজে রত হও । শ্ৰীকৃষ্ণের সৃষ্টিত বৃন্দার পুৰক্তি ! রাগিণী ভৈরবী । তাল জৎ ৷ ছলে কলে প্রাধার ছরিয়ে মান । পুনরায় শ্যাম রায় মনে ভাৰ অপমান। আহা আহা মরি মরি,