পাতা:দূতীসংবাদ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুৰ্তসংবাদ । ৩৪ কুhতি ৷ ইচ্ছা হয় মেতে, পুনশ্চ বুজেতে; না যায় তাতে কি ক্ষতি । বিভব বেড়েছে, সন্মান হয়েছে, নাম হয়েছে নৃপতি অfরতো এখন; গোঠে গোচারণ; শ্যাম নাহি পড়ে মনে আ! হিরীর নারী, কেমনেতে হেল্লি, বJভার করে এক্ষণে। মোরা লজ্জ হীন, যেই জন ভিন, তার আশা কেন করি । সহজে তে নারী; বুঝিতে হে নারি, অতি অল্প বুদ্ধি ধরি ৷ গুণের সাগর, ত্ৰিভঙ্গ নাগর; যেমন প্রকাশ হুৈল । আমি কি কহিব শুনস্থ উদ্ধব; তিন লোকেতে জানিল ৷ কৈতে হাসি পায়,একি খাট দায়; একথা কবি কায় । ওপদে যে জন, লয় হে শরৎ তার কি এদশ হয়। এমন রাজার, না দেখি বিচার; কভু প্ৰ জার উপরে । এই মুখেতেতে; করেন রাজত্ব, কসের এ অধি কারে । কুবুজ লইয়ে, নিরুদ্বেগ হৈয়ে, থাজন মথুরাপতি। গৃহে চলে যাই, এথা কায নাই, হল্প মোর যে দুৰ্গতি। গিয়া বৃন্দাবনে, আপন নয়নে দুঃখ দেখেছ রাধার। তবে যদি বলঃ মোরে কেন বল, এই সে কারণ তার 1 তাই হে তোমারে; জা মাইনু ফিরে; ইখে যেব মনে লয়। মথুরা মধেJতে; তব শরী রেতে; আছে কিছু ধৰ্ম্ম ভয় । তবে বোঝা ভার; কাল ৰুপ যার, তার মন ে বা জানে । কাল যে বরণ, তারে হে কখন, ভাল নাহি হয় মনে । আরে মুচ মনু, বিষয়াকিঞ্চন, ত্যাগ ক ররে যতনে। কৃষ্ণ পদে রত, ওৰুেসদত, জয়ী হুইবে শমনে বৃন্দার প্রতি উদ্ধবের উক্তিঃ । রাগিণী বেহাগ । তাল আড়া । ওগে বৃন্দে সই আমায় দোষী কৰু অকারণুে । কৃষ্ণ কার নহে বাধ্য অসাধ্য সাধি কেমনে। শুন