পাতা:দূতীসংবাদ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* দূতসংবাদ। সার বলি তোমায়, বংশীধারী বক্র যায়, কে করি বে রক্ষা তায়, কিন্তুবে কাদিলে বঙ্গে । ত্রিপদী। বৃন্দার বচন শুনিয়া তখন উদ্ধৰ বিনয়ে কয়। শুন বৃন্দা দূতী, রাধার গতি, দেখিয়াছি মিছা নয় ৷ মোর বাক্যে দূত, যদ্যপি শ্ৰীপতি, যাইতেন ব্ৰজপুরী । তবে এত দিনে এনীল রতনে; পাইতেগো সহচরী। আমি দেখে এলে কৃষ্ণকে কহিলে,তৰেতো এসেছ তুমি । যাইবার হুৈলে, তবে কোনু কালে, লৈয়ে যাইতাম আমি ॥ পরিশ্রম করি, ওগো সহচরী, কেন এলে মধুপুরে। আমিতে যাইয়ে, এসেছি কছি য়ে আর পাবেন! শ}ামেরে 1} কেন কুবচন বল অকারণ, তো মাদের দিন গেছে । কান্দিলে কি হবে, এক্ষণে না পাবে, ষে পর্য্যন্ত ভোগ আছে। কেন অকারণ; করই রোদন, १ीमनि कझ। স্বস্থানে ব্ৰজ লীলা শেষ, করে হৃষীকেশ, ত্রবে এলেন এখানে অতএব সখী, কেন বল দেখি, আত্মনাদ কর আর । অামা হৈতে বল; হুইবে কি ফল; কিবা সাধ্য হে আমার । যাহার নামেতে, তরে বিপদেতে, সে ষারে বক্রতা হয় । তারে কোন জন, করিবে রক্ষণ, ছেনজন কে আছয । ওপ্রাণ সজনী তিন লোকে যিনি, বুদ্ধি বল দান করে । আমি গো সে জনে, বুঝা ব কি গুণে, মিথ্যা কেন বল মোরে । যা জান মনেতে; বলহ সাক্ষাতে, অামারে কেন জড়াও ৷ সাধ ; তব থাকে, বল সখী ওকে, নে যেতে পার নেযাও । আমিহে যেমন, হেন কত জন আছে এমথুরাপুরে। কি করিব সখী,উপায় না দেখি, কি হবে জানালে মোরে ৷ তোমাদের মন, করিয়ে হরণ, যে জন করে ছে দুঃখী । যেই ইচ্ছা হয়, করন্থ তাহায়, দুঃখী নই ইখে সখী