পাতা:দূতীসংবাদ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুতীসংবাদ । K2? শ্ৰীকৃষ্ণের প্রতি বৃন্দার উক্তি । রাগিণী ঝিবাট । তাল খেমটা । কৃষ্ণ এই কি মনে করিয়েছিলে। বধে কুরবালা, ওহে কালা, শেষকালে দেশ ছাড়িলে । ছিড়ি ছি শ্যামরায়, ইথে কি ধৰ্ম্মসয়, তুমি কে কেমন দয়াময়, ব্রজের লীলা ভুলে; আসি বলে, রাধায় ভtলায়ে এলে অকুলে । পয়ার উদ্ধবের কথা শুনি বৃন্দা বিনয়েতে। নিবেদন করে শ্ৰীকৃষ্ণের চরণেতে । বৃন্দা কহে শ্যামরায় সকলি শুনি লে। উদ্ধবের কথা শুনে डूछेउ হইলে । আমি সেটা মনে জানি তোমায় যে মন । তবু এসেছিক্ৰে করিতে সনেহে ভঞ্জন ভাল ভাল তাতে খেদ মনে নাহি করি। কিন্তু এক কথা আছে শুন ওহে হরি । গোঙ্গলেতে রাধাকৃষ্ণ ছিল রাধা হৈতে। তব নাম ছিল রাধা নামের পশ্চাতে । রাধার আদরে লিনু হৈয়ে ছিলে হরি । পুনঃ সে আদর বধু লৈয়ে ছতে হরি । এবেতে স্ববুজ রাণী ওহে নিরদয় । বল দেখি শুনিহে নামের পরিচয় কও কি নামে বিকাও মদনমোহন । কোন নাম পরে নাম ক রেছ ধারণ । জবজ কৃষ্ণ কহে কিহে রাধা নাম গেছে। কিম্বা কৃষ্ণ পূৰ্ব্বমত রাধাকৃষ্ণ আছে। যত্নে কৃষ্ণ যার নামে নিজ নাম দিয়ে । আপনি হইলে খাট যে নাম লাগিয়ে । শেষে কৃষ্ণ জ নায়াসে ডুবাও সে নাম। দিন রবেন। হে স্মরণাথে রবে নাম বিরহু জরেতে প্রাণ গেলে গোপীকার । ইথে কিছু পুৰূষাথ হবে না তোমার। লোকেতে কহিবে তোমায় রমুণী ঘাতক । ভূগেত হুইবে শ্যাম ইহার পাতক ৷ শরণাগতারে ত্যাগ