পাতা:দূতীসংবাদ.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুস্তাসংবাদ । 8《춘 মিছা দ্বন্ধ কেন কর আমার সহিতে । তোমায় ষে অপারক হৈলাম বুঝাতে কোন মভিপ্রায়ে তুমি বুঝিলে গে ੱਸ ! আর আমি যাব নাৰি সুখ বৃন্দাবনে ॥ তিলেত্তরে বৃন্দাবন ছাড়া আমি নই ৷ স্বৰূপ জানিহ মনে ওগো প্রাণসই ৷ অতএৰ ধৈর্য ধরে যাও সহচরী। বুঝাইয়া রাখ গিয়া রাইকে ষত্ব করি । দেখিতে আমার সখী যদি ইচ্ছা হয় । ময়ন মুদিয়৷ দেখে দেখিবে অামায় ৷ হৃদি জঞ্জারণে অামি হইব উদয় । মনসুতেমালা গেঁথে সাজাও আমায় । ক্রকের মুখে শুনি নি, উত্তর নিরবে রহিল বৃন্দা মা দিল উত্তর। মনে মনে স্বৰ জোশ নিরাশা হইল । আশা বৃক্ষ কৃষ্ট বাক্য ঈঠারে কাটি ল। চন্তুদিগে অন্ধকার করে নিরীক্ষণ। প্ৰজলিত হইল বিচ্ছেদ হুতাশন। তবে বৃন্ধ নিরাশ্রয় মনেতে ভাবিয়ে শ্ৰীকৃষ্ণের চর ণেতে প্রণাম করিয়ে ৷ বিদায় হইয়া বৃন্দা বিমুখে চলিল । কৃষ্ণ কথা কৃষ্ণ দাস ভাযাতে রচিল । o শ্ৰীকৃষ্ণের সহিত স্বত্তার কথোপ কথন । রাগিণী সুর্ট । তাল আড়া। কৃষ্ণ বলেছে মোমায় । কোথাকার এক নারী নাকি লৈতে এসেছিলো তোমায় । তব সহ করে দ্বন্দ, কত বলে গেল মন্দ, শুনে মনে হয় সন্ধ, পাছে লয়ে যায়। * $ ত্রিপদী। বৃন্দারে বিদায় করি, অস্তঃপুরে যান হরি, দেখে জজ কাতরেতে বলে । কৰ দেখি নৃপমণি, সভার বৃত্তাস্ত শুনি কেট এসেছিল বৃন্দা বলে ৷ মহারাজ কিসের তরে, তোমারে ভৎসনা করে, সে নারীর করেছ কি ধার। কেবা সেই ছয় মায়ী