পাতা:দূতীসংবাদ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$● ধুতিসংবাদ । কাররা গে অনুচরী, ভোমার সঙ্গে কি সম্পর্কতায় । রাজা হয়ে মেনুযোগ, কে কোথায় করে ভোগ, নারীর কে এত রাখে মান । অনুভাবে বোধ করি, মহে সে সামান্য নারী, বুঝেছি ছে হবে মান্য মান ॥ ভাবে বুঝি আছে সখ্য, প্রেমপক্ষে সে স্বপক্ষ, কাৰু যেন পক্ষ সে সুন্দরী । নিগুঢ় ভাব না থাকিলে, এত কেবা কারে বলে; কেবা এত সয় ওহে হরি । অবশ্য হে বsশীধারী, তব প্রেমের ভিক্ষারি, সে নারী কি হবে অন্য জন । ভালরাস না থাকিলে, প্রেম কথা কি বলে; ছলেতে হে হলে তৰ মন ॥ যেন•ছে প্রেমের প্রেমী, আহে মহারাজ তুমি, ভাল যেন ভালবাসা আছে। নবপ্রেমে দাগ দিয়ে, কার এসেছ কালিয়ে,সে রমণী আছে কিমরেছে। হলে পিরিতে বিচ্ছেদ, উভয়ের বাড়ে খেদ, তিলেত্তরে কেহ নহে সুখী । ফলে ফুলে মজায়েছ, করে প্রেম ভাঙ্গিয়াছ, আপনিত আছ দেখি সুখী ॥ যথার্থ পিৱিত হৈলে, সে প্রেমে বিচ্ছেদ পেলে, উভয়ে সমান ভোগ ভোগে । এত সে বিচ্ছেদ নয়, মেনুভাবে বোধ হয়, যেন হেৰিবাগী কোন রাগে । ৰিম্ব ওহে দয়াময়, ধJান দেখে জ্ঞান হয়, তোমার সে তুমি নহ তার উভয়ে থাকিলে টান; সে প্রেমে না হয় মান, বিচ্ছেদের নাহি ধারে ধার। দেখ হে মথুরা পতি; দেখে শুনে হই ভীতি, আমি অতি দুঃখিনী রমণী । যেন হে সভাৰে রই, এ কমের কৰ্ম্ম নই, বিচ্ছেদেতে বড় ভয় গণি ৷ এও যদি স্বজ্ঞা রাণী, হুৈল বলিয়া মানিনী. উত্তর করেন তবে স্থরি। শুন সবুজ। দিয়ে মন, সে নারীর উপাখ্যান, মান মান ঘটে সে সুন্দরী। আমার প্রেমের রাজা, বুদ্ধাবনে রাই রাজা, বৃন্দ তার প্রথান সঙ্কিণী । সেই রাজা স্ত্রীরাধার, ধাfর আমি প্রেমধার, প্রেম