পাতা:দূতীসংবাদ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুষ্ট্ৰীগণবাদ । 8 :) বৃদার বচনে কৃষ্ণ নিরব হইল। প্রণাম কীিয় দুর্তী নিজস্থানে যায়। কফ কথা কৃষ্ণ দাস ভাষামতে গায় n বৃদার বঙ্গে প্রত্যাগমন । e রাগিণী ললিত । তাল আড়া । ৰুি বলে রাধার প্রঞ্জে কেমনে যাইব এখন । যে ধন প্রয়াসে আশা সে ধনেতো ছৈলাম নিধন। একথা শুনালে তারে; হারাষ্ট্রব একেবারে; জুবিবে যমুনার মীরে, হেমাঙ্কিণী রাই। আমরা মরি যার তরে, সেতো নাছি মনে করে, তবু পাপ অণথি বোরে, প্রবোধ না মানে মন । - চৌপদী বৃক্ষ রসবতী, হয়ে দুঃখী অতি, কি করি সম্প্রতি ভাবয়ে মনে । করিতে গমন, না চলে চরণ, বিষাদিত মন: ধারা নয়নে । মন্দ২ গতি, চলে বৃন্দাদূতী, বিচলিত আতি, হয়ে অন্তরে ৷ বলে হায় বিধি; তোমার কি বিধি, দিয়ে কৃষ্ণ নিধি, নিলে হে হরে ৷ কি কথা বলিয়ে, রাইকে বুঝায়ে, সাস্ত না কি দিয়ে; করি রাধারে । এলেম বা কি বলে, ঘাই বা কি ধলে, এ কথা শুনালে; হীরাব তারে । হায় রে গোসাঞি, মোর মৃত্যু নাই, এ জাল এড়াই; প্রাণান্ত হলে । বাচি কি সুখতে, নী পারি ৰুঝিতে, মম কি আমিতে, ব্রালে গোঙ্গলে হাই হু হাশেতে, চলিল ব্রজেতে, মলিন সুখেতে, বৃন্দা সুন্দরী যত গোপীগণ; করে নিরীক্ষণ, আনন্দিত মন, বাজারে হেরি । অগুনরি হয়ে; নিকটে আসিয়ে, বৃন্দরে ছেরিয়ে, কহে বচন । ও প্রাণ সঙ্গী, এলে একাকিনী, কই গুণমণি; মে কৃষ্ণ ধন ॥ || 3 ||