পাতা:দূতীসংবাদ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y দুতীসংবাদ ৷ ” 《\》 শেষ হলো; দক্ষিণান্ত কর কমলিনী ৷ এইৰূপে বৃন্দাদুতী, দুঝায়ে রাধার গুঠি, কতমতে সান্থনা করিল । বৃন্দার বচন শুনি, সে বৃকভানু নদিনী; ত্ৰিভঙ্গ আশাতে ভঙ্গ foछ्।। 1 स्ॐम् । ওহে রাধানাথ, আমার নাহিক নাথ, তুমি জগন্নাথ জনাৰ্দ্দন । দিয়ে হে চরণ তরি, পার কল্প ভব বারি, এ দীনের এই জাকিঞ্চন ৷ শ্ৰীকৃষ্ণ বিচেছদের প্রতি শ্ৰীমতীর উক্তি। রাগিনী বারোঙা । তাল ঠুঙ্গরি। শ্যামের বিচেছদ এসোরে, রাখি তোরে অস্তরে । কৃষ্ণ যদি নিদয় হৈল; তোরে আমায় সঁপ দিল । সহজে থাকিত্যুে হৈল, তোমার বশে আমারে । , ত্রিপদী রাধারে সান্তুনা করি; গেল'ব না সহচর, শ্ৰীমতী বসিয়া একাকিনী । কৃষ্ণ বিচেছদের প্রতি,কাতর হইয়া অতি কমিছেন কুক বিলাসিনী । ওরে ঐকৃষ্ণ বিচেহদ, আমারখার কি খেদ, আর মনে কি আছে হে বল। আর মৌনে কেন রই, কেন না হিমুখ হই, সকলিত হয়ে বয়ে গেল । যার সম্পর্কে তোমার, সঙ্গে সম্পর্ক আমার; সে সম্পর্ক সেতো ঘুচায়েছে। তব মুখ নাহি চেয়ে, আমারে তোমায় দিয়ে, তোমার অধিনী করে গেছে । এবে মোর কি উপায়ঃ আয়রে হৃদয়ে আয়, আয় তোরে রাখি হৃদয়েতে । সে বঞ্চনা করিল বলেঃ আমি কিছু সেই ছলে; অনাদর করিবন তোমাতে ৷ এখন আমার তমিঃ তোমাতে বিক্রীত আমিঃ হয়েছি হে তোমার অধীন । ब्रोझे {াজে রাজত্বও, কৃষ্ণ দত্ত ছত্র লওঃ ভোগ কর থাকি যে কদিন। সাথে করে সাধি তোয়েঃ তুমি না থাকিলে পরেঃ