পাতা:দেওয়ানী আইন.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজীপক্ষপঞ্জ জাইন: 'tడి নীলাম স্থগিত ঋরিবার উপযুক্ত কারণ আছে ইছ হৰোধমৰ্তে জানিলে সেই নীলাম স্থগিত করিবেন, ও ১৩৭ ধারাতে যেমত করিবার বিধি আছে সেই প্রকারে, ও যাহার বিপক্ষে ডিক্ৰী হয় তাহার মোকদ্দম করিবার ষে স্বত্ব ঐ ধারুতে লেখা আছে সেই স্বত্ব বহাল রাখিয়া, ঐ আপত্তির তদন্ত লইয়া তাহার নিষ্পত্তি করবেন ইতি । (খাজানা নিমিত্তে জমীর ফসলাদি বন্ধক থাকিবার কথা ও ক্রোক করণ দ্বার বাকী খাজান আদায় করিবার বিধি ও চাষিরা জামিন দিলে তাহারদের ফসলাদি ক্রোক হইতে ন পারিবার কথা ) । ১১২ ধার। জমীর যে খাজান দিতে হয় তাহাঁর জন্যে ঐ । জমীর ফসলাদি বন্ধক স্বরূপ জ্ঞান করিতে হুইবেক । ও এই আইনের ২০ ধারা মতের নির্দিষ্ট বাকী খাজান জমীর কোন . চৗধির স্থানে পাওনা থাকিলে, জমীদার ফি লাখেরজিদার কি ইজারবার কি মফঃসলী তালুকদার কি দরইজারদার, কিম্বা ঐ চাষির স্থানে অন্য যে ব্যক্তির খাজান পাইবার স্বত্ব থাকে সেই ব্যক্তি, ইহার পুর্বের বিধান মতে সেই বাকীর নিমিত্ত্বে মোকদম না করিয়া, ষে জমীর খাজান বাকী থাকে তাছার ফসলাদি নীচের লিখিত বিধানমতে ক্রোক ও নীলুমি করিয়া খাজান আদায় করিতে পারিকে। পরন্তু যদি চাষী খাজান দিবার জামীন দিয়া থাকে, তবে যে জমীর খাজানীর নিমিত্তে জামীন দিয়াছে তাহার ফয়সলাদি ক্রোক হইতে পরিবেক না। আরে৷ এজমালী যে মহলি কি মফঃসী তালুক ঞ্চি অন্য নৈ ফ্লেমীর অংশিরদের মধ্যে বিভাগ না হুইয়াছে, সেই সমুদয় মহালের কি তালুকের কি জমীর সকল অংশিরদের তরফে যে সরবরাহকার খাঙ্গান উসুল করিতে ক্ষমতাপুষ্ক হয়, তাহার দ্বারা ন হইলে ঐ অংশিরদের ক্রোক কপিgএ ক্ষমতুমিতে কাৰ্য্য করতে হুইবেক না। আরো উত্তর-পশ্চিম দে শামিল ঘেঁধে পটী মছাল আছে তাহার মধ্যে কেবল লম্ব