পাতা:দেওয়ানী আইন.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ইংরাজী ১৮৫৯ সাল ৪.জাইন। তক্ষসী । A. আসামীর নামে শমন লিখিবার পাঠ । মােকদ্বার নম্বর ও তারিখ - স্বমুকের আদালতে। - অমুক ফরিয়াদী। (ফরিয়াদীর নাম ও খ্যাতিপ্রভূতি ও বাসস্থান । ) অমুক, অসিাণী । - (আসামীর নাম ও খ্যাতিপ্রভৃতি ও বাসস্থান । ) উক্ত অমুক এই বাবতে (অীরঙ্গীতে যে দাওয়া লেখা আছে তাহার বর্ণন এই স্থলে করিতে হইলেক) দাওয়া করিয়া তোমীর নামে এই আদালতে নালিশ করিয়াছে । অতএব তোমাকে এই আদেশ ইভেছে যে তুমি উক্ত ফরিয়াদীকে জওয়াৰ দিবার জন্যে অমুক সালের অমুক ঘাসের অমুক তারিখে আপনি এই আদালতে হাজির ভূও ( যদি আ{সামীর নিক্ষ্মে হাজির হইবার বিশেষ হুকুম না থাকে তবে “ আপনি কিম্ব। যে মোক্তার ঐ বিষয়ের মৰ্ম্ম নিজে জানে তাহাঁর স্বর, কিম্বা অন্য ষে লোক ঐ কথার কৰ্ম্ম মিঙ্গে জানে এমত লোককে ঐ মোক্তারের সঙ্গে দিয়া, মোক্তারের দ্বারা হাজির হওঁ ” এই কুধ লিখিতে হইবেক) ও করিয়াদী (এই স্থলে ফরিয়াদী যে সকল দলীল উপস্থিত করা যাইবার প্রার্থনা করে তাঙ্ক লিখিতে হুইবেক, ) দলীল দেখিতে চাহে অতএব তাঁহা সঙ্গে করিয়া অনিবা (কিম্বা তোমার মোক্তারের দ্বারা পাঠাইৰ1) ও যে . সকল দলীলের দ্বারা তুমি আপনার জওয়াব সাব্যস্ত করিতে চাহ তাঙ্ক আনিবা (কিম্ব পাঠাইব1) আর তোমার তরফের সাক্ষর যদি বিন পরওয়ানাতে হাজির হইতে চাচ্ছে তৰে তাহাদিগকেও সঙ্গে করিয়া জানিব ।